২০২০ সালে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপরই তাঁর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় জলঘোলা। ব্যাপারটা গড়ায় অনেক দূর পর্যন্ত। এবার সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সলমন খানের প্রাক্তন সোমি আলি।
কী ঘটেছে?
সাম্প্রতিককালে সোমি আলি একাধিক বিষয়ে নিয়ে নানা মন্তব্য রেখেছেন। বিশেষ করে বিষ্ণোই গ্যাংয়ের মাথা লরেন্স বিষ্ণোই সলমন খানকে মৃত্যুর হুমকি দেওয়ার পর। ভাইজানের প্রাক্তন সম্প্রতি ইনস্টাগ্রাম আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি যে কেবল তাঁর প্রাক্তনকে নিয়ে নানা বিষয় কথা বলেন সেটাই জয়, বলিউডের অন্যান্য বিষয়েও কথা বলেন। সেখানেই তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং তার পরবর্তী ঘটনাগুলো নিয়েও মন্তব্য করেন।
এদিন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করেন যে 'সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আপনার কী মত? বলিউড যেভাবে বিষয়টা নিয়ে করছে, দেখছে সেটা অত্যন্ত দুঃখজনক।' উত্তরে সোমি বলেন, 'ওকে খুন করা হয়েছিল। পরে সেটাকে বদলে আত্মহত্যার রূপ দেওয়া হয়। AIIMS এর চিকিৎসক সুধীর গুপ্তকে গিয়ে ধরো যিনি ময়নাতদন্তের রিপোর্ট বদলেছিলেন। জিজ্ঞেস করো কেন করেছিল।'
ফলে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে সুশান্তের মৃত্যুর পর যে যে কন্সপিরেসির তথ্য উঠে এসেছিল তার একটিকেই সমর্থন করলেন সোমি। দাবি করলেন অভিনেতাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে বললেন বদলানো হয়েছিল ময়নাতদন্তের রিপোর্ট। তিনি এদিন তাঁর বক্তব্যে আরও বলেন, 'সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেনি। বরং ওকে খুন করা হয়। আমরা সবাই জানি জিয়া খানের সঙ্গে কী হয়েছিল। ও গর্ভবতী ছিল, কিন্তু ওকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর সুরজ পাঞ্চোলি সলমনের থেকে বুদ্ধি নেয়।'
প্রসঙ্গত ২০২০ সালের ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর তদন্তে নেমে শুরু হয় মাদক মামলা। সেই মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁর তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। একই সঙ্গে সেই সময় AIIMS এর চিকিৎসকরা জানিয়েছিলেন গলায় দড়ি দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানানো হয়েছিল।