আড়াই বছর পর সোনাদার নতুন অভিযানের খবর মিলল। 'গুপ্তধনের সন্ধানে' এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর ব্যাপক সাফল্যের পর ‘হিস্ট্রির প্রফেসর’ সুবর্ণ সেন ওরফে সোনাদা নতুন অভিযানে নামছেন। এবারও তাঁর সঙ্গী আবির আর ঝিনুকের জুটি। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাঁর তৈরি গুপ্তধন ফ্রাঞ্চাইসিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন নতুন বছর। আর ২০২১-এর শেষদিন আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা সেরে ফেললেন।
এবার ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্যভেদে নামছেন সোনাদা। গুপ্তধন ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবি মুক্তি পাবে ২০২২, এদিন 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karna Subarne’r Guptodhon)-এর ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা এসভিএফ। অপরিবর্তিত থাকছে ছবির কাস্টিং, সোনাদার ভূমিকায় থাকছেন বং ক্রাশ আবির চট্টোপাধ্যায়, আবিরের চরিত্রে দেখা মিলবে অর্জুনের, অন্যদিকে ঝিনুকের ভূমিকায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অভিনেত্রী ইশা সাহা।
এই ছবি নিয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'গুপ্তধন সিরিজ সবসময়ই আমার মনের খুব কাছের। বাংলা মেইনস্ট্রিম ছবির সঙ্গে আমার যাত্রাই শুরু হয়েছিল গুপ্তধনের সন্ধানের সঙ্গে। আমার এটা ভেবে সত্যি ভালো লাগে যে 'গুপ্তধনের সন্ধানে' এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ দুটো ছবিই দর্শক পছন্দ করেছে, এবং সেটাকে ভালোবাসা দিয়েছে। তিন বছর ছবি ঘিরেও দর্শকদের একইরকম আশা রয়েছে, আশা করছি সেই প্রত্যাশা পূরণে আমরা সফল হব'।

আড়াই বছর পর সোনাদার নতুন অভিযানের খবর মিলল। 'গুপ্তধনের সন্ধানে' এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর ব্যাপক সাফল্যের পর ‘হিস্ট্রির প্রফেসর’ সুবর্ণ সেন ওরফে সোনাদা নতুন অভিযানে নামছেন। এবারও তাঁর সঙ্গী আবির আর ঝিনুকের জুটি। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাঁর তৈরি গুপ্তধন ফ্রাঞ্চাইসিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন নতুন বছর। আর ২০২১-এর শেষদিন আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা সেরে ফেললেন।
এবার ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্যভেদে নামছেন সোনাদা। গুপ্তধন ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবি মুক্তি পাবে ২০২২, এদিন 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karna Subarne’r Guptodhon)-এর ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা এসভিএফ। অপরিবর্তিত থাকছে ছবির কাস্টিং, সোনাদার ভূমিকায় থাকছেন বং ক্রাশ আবির চট্টোপাধ্যায়, আবিরের চরিত্রে দেখা মিলবে অর্জুনের, অন্যদিকে ঝিনুকের ভূমিকায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অভিনেত্রী ইশা সাহা।
এই ছবি নিয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'গুপ্তধন সিরিজ সবসময়ই আমার মনের খুব কাছের। বাংলা মেইনস্ট্রিম ছবির সঙ্গে আমার যাত্রাই শুরু হয়েছিল গুপ্তধনের সন্ধানের সঙ্গে। আমার এটা ভেবে সত্যি ভালো লাগে যে 'গুপ্তধনের সন্ধানে' এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ দুটো ছবিই দর্শক পছন্দ করেছে, এবং সেটাকে ভালোবাসা দিয়েছে। তিন বছর ছবি ঘিরেও দর্শকদের একইরকম আশা রয়েছে, আশা করছি সেই প্রত্যাশা পূরণে আমরা সফল হব'।
|#+|
দুর্গাপুজোতেই মুক্তি পেয়েছিল পরিচালকের স্বপ্নের প্রোজেক্ট ‘গোলন্দাজ’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবি। ধ্রুব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন আরও বড় স্কেলে তৈরি হবে। ছবির লুক অ্যান্ড ফিল, সবকিছুর মধ্যেই একটা অভিনবত্ব আনার চেষ্টা করব। এতোদিন মানুষ কেবল শুনে এসেছে এই গুপ্তধনের কাহিনি। বাংলার প্রচলিত এই লোকগাথাকে ইতিহাসের সঙ্গে মিশিয়ে পরিবেশন করব বড়পর্দায়। আমি নিশ্চিত এই ছবি সবার পছন্দ হবে’।
নতুন বছরের শুরুতেই শ্যুটিং ফ্লোরে যাচ্ছে এই ছবি। ২০২২ সালে মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।