মনে হচ্ছে, শেহনাজ গিলের উপর রাগ কমছেই না গায়িকা সোনা মহাপাত্রের। রবিবার বিগ বসের প্রাক্তনীকে নিয়ে ফের কিছু টুইট করলেন। এমনকী শেহনাজের ‘প্রতিভা’ নিয়েও তুললেন প্রশ্ন। সঙ্গে বিষ্ময় প্রকাশ করলেন কীভাবে এত মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন তিনি।
ব্র্যাকগ্রাউন্ডে আজান বেজে ওঠায় শেহনাজের গান বন্ধ করার ভিডিয়োটির উল্লেখ করেছেন সোনা নিজের টুইটে। লিখলেন, ‘টুইটাকে সবার শেহনাজকে সম্মান জানানো দেখে আমার সেই দিনটার কথা মনে পড়ছে যখন বিগ বস ১৬-তে তিনি একাধিক অভিযোগে অভিযুক্ত, যৌন অপরাধী এবং বিকৃত মনস্ক সাজিদ খানকে সমর্থন করেছিলেন।’
এরপর যখন সোনাকে প্রশ্ন করা হয় কেন তিনি আর সবাইকে ছেড়ে সাজিদকে সমর্থন করার জন্য শুধুমাত্র শেহনাজ গিলকেই টার্গেট করছেন, তখন জবাব আসে, ‘প্রিয় ট্রোলাররা জ্যাকলিন (ফার্নান্দেজ)-এর মতো আরেক তারকাকে দাঁড় করানোর চেষ্টা করছে, আমি জানি না শেহনাজের বিশেষ প্রতিভা কী। এখন, লো-ব্রো রিয়েলিটি টিভির খ্যাতি ছাড়া। কিন্তু আমি সুবিধাবাদী মহিলাদের মোডাস অপারেন্ডি জানি, শর্টকাট নিয়ে যারা একটি রোল/অর্থের জন্য ভালো লড়াইকেও নষ্ট করে দেয়।’ আরও পড়ুন: কমেছে অক্ষয়ের পারিশ্রমিক! ইমরান থেকে নুসরত-ডায়ানা, কে কত নিয়েছেন সেলফির জন্য
সোনার টুইট দেখে যথেষ্ট বিরক্ত শেহনাজের এক ভক্ত। লিখলেন, ‘সোনা আপনি যুক্তি সহকারে তাঁদের খুঁজে বার করলে ভালো হত, যাঁরা ওঁকে সমর্থন করেছে। পা ছুঁয়েছে। জড়িয়ে ধরেছে। সাহস থাকে তো ওদের নাম উল্লেখ করুন। ট্যাগ করুন। যেহেতু ইন্ডাস্ট্রিতে সানা সফট টার্গেট তাই আপনি তাঁকে জড়াচ্ছেন। সানাকে কালার্সের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই গিয়েছিল। যারা সাজিদকে প্রকাশ্যে সমর্থন করেছে তাঁদের পিছনে লাগুন না। কালার্স, এন্ডামল, অন্যান্য খানরা, বিগ বস ১৬-র অন্যান্য প্রতিযোগীদেরকে চ্যালেঞ্জ করুন। আছে কি আপনার সেই সাহস? চলুন আমিই আপনাকে চ্যালেঞ্জ করলাম।’ আরও পড়ুন: প্রথমবার জামাই কেএল রাহুলের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত কেমন ছিল? শেয়ার করলেন সুনীল
আরেকজন লিখলেন, ‘এতে কালার্স বা এন্ডামোলের দোষ আছে, যাঁরা সাজিদতে শো-তে আমন্ত্রণ জানিয়েছিল। শেহনাজ শুধু বেস্ট অফ লাক শুভেচ্ছা জানিয়েছিল।’