বাংলা নিউজ > বায়োস্কোপ > মদের দোকানে মেয়েদের লাইন নিয়ে বিতর্কিত টুইট রাম গোপাল বর্মার,পাল্টা দিলেন সোনা

মদের দোকানে মেয়েদের লাইন নিয়ে বিতর্কিত টুইট রাম গোপাল বর্মার,পাল্টা দিলেন সোনা

রাম গোপাল বর্মার টুইট ঘিরে বিতর্ক

রাম গোপাল বর্মার টুইট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়। সোনা মহাপাত্র বললেন,‘মহিলাদেরও অ্যালকোহল কেনা এবং পান করবার সম্পূর্ন অধিকার রয়েছে’।

লকডাউনের জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মদের দোকান।সোমবার থেকেই দেশজুড়ে লিক্যুয়ার শপ বা মদের দোকানগুলি খুয়ে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মদ বিক্রি। দেশজুড়ে মদের দোকানে উপচে পড়া ভিড়,সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইরকম একটা ছবি টুইটারে শেয়ার করে নারী-বিদ্বেষী মন্তব্য করে বসলেন পরিচালক রাম গোপাল বর্মা। গার্হ্যস্থ হিংসা নিয়ে নিম্মরুচির ট্যুইট করলেন এই পরিচালক।

বলিউডের অন্যতম বিতর্কিত সদস্য হিসাবেই পরিচিত আরজিভি। রামগোপাল বর্মা যে ছবিটি টুইটারে শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে একটি মদের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সাত-আটজন মহিলা। তিনি এই ছবির ক্যাপশনে লেখেন, ‘দেখুন কারা মদের দোকানে লাইন দিয়েছে…মদ্যপ পুরুষদের থেকে মহিলাদের বাঁচাতে কত বাড়াবাড়ি না করা হয়..’।

 

রাম গোপাল বর্মার এই টুইট ঘিরে সমালোচনার ঝড় উঠে নেটদুনিয়ায়। সোমবার থেকেই মহিলাদের মদ কেনার একাধিক ছবি ভাইরাল হয়েছে ফেসবুক-টুইটারে। এবং মেয়েদের মদ খাওয়া নিয়ে চলেছে কাঁটাছেড়া।  মহিলাদের ক্ষমতায়ণ, নারী স্বাধীনতা, সমান অধিকারের জন্য যখন গোটা বিশ্বে এত লড়াই চলছে তখনও তাঁদের পোশাক,কিংবা সিগারেট-মদ খাওয়াটাই মহিলার চরিত্রের মাপকাঠি হিসাবে ধরে নেওয়াটা একেবারেই মেনে নিচ্ছে না নারীবাদীরা। তাই সরকার পরিচালকের বিরুদ্ধে সরব নেটিজেনদের একাংশ। এই তালিকায় রয়েছেন ঠোঁটকাটা গায়িকা সোনা মহাপাত্র। 

তিনি টুইট বার্তায় লেখে, 'প্রিয় রামগোপাল বর্মা, তুমিও এবার চটজলদি সেই সব মানুষের লাইনে দাঁড়াও যাঁদের প্রকৃত শিক্ষার খুব দরকার। যাতে তুমি বুঝতে পার এই টুইটটা অনৈতিক এবং লিঙ্গ বৈষম্যের পরিচায়ক। মহিলাদেরও অ্যালকোহল কেনা এবং পান করবার সম্পূর্ন অধিকার রয়েছে। কারুরই মদ খেয়ে হিংস্র হওয়ার অধিকার নেই'।

লকডাউনের তৃতীয় পর্বে মদের দোকান খোলবার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মালাইকা আরোরা , জাভেদ আখতারের মতো তারকারা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক হয়ে দেখা দিতে পারে। 

 

লকডাউনের তৃতীয় পর্বে মদের দোকান খোলবার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মল্লিকা শেরাওয়াত, জাভেদ আখতারের মতো তারকারা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক হয়ে দেখা দিতে পারে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.