শনিবার দিল্লিতে ইন্ডিয়া কাউচার উইকে ডিজাইনার ডলি জে-এর শো-স্টপার হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর এটাই ছিল তাঁর প্রথম র্যাম্পে। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এক পাপারাজ্জো।
আরও পড়ুন: (মূক ও বধিরদের নিয়ে অশালীন ভিডিয়ো বানিয়ে গ্রেফতার এক ইউটিউবার ও বাঙালি রেডিও জকি)
সোনাক্ষী ইভেন্টে শোস্টপার হয়ে হাজির
র্যাম্পে হাঁটার সময় সোনাক্ষীর পরনে ছিল হাই স্লিট, চকচকে ব্লাশ গোলাপী গাউন। সঙ্গে পরেছিলেন মানানসই গয়না, পায়ে হিল জুতো। এখানেই শেষ নয় র্যাম্পে দ্য কার্ডিগানসের লাভফুল গানটিতে নেচে সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
বিয়ে নিয়ে মুখ খুললেন সোনাক্ষী
অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোনাক্ষী সিনহা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, 'আমার সত্যিই মনে হচ্ছে, সহজ সরল বধূ ফিরে আসতে চলেছে। সত্যি বলতে কি আমার এই বিয়েটা উপভোগ করার স্বাধীনতা ছিল, আর তাতে আমি খুব স্বচ্ছন্দ্য ছিলাম। কোথাও কখনও দমবন্ধকর মনে হয়নি। আর আমি নিজেকে চাপে ফেলিনি। সুতরাং আমি নিজেকে সেদিন সহজ ও সুন্দর নববধূ মনে করেছিলাম, যেটা নিশ্চিতভাবেই বিয়ে নিয়ে নতুন একটা ট্রেন্ড হতে চলেছে।
আরও পড়ুন: (অর্জুনের ডিভোর্সের খবর তুঙ্গে! এরই মাঝে স্ত্রী সৃজাকে নিয়ে ঘটালেন বড় কাণ্ড)
বিয়ের পোশাক বাছাই প্রসঙ্গে সোনাক্ষী
সোনাক্ষী জানান, ‘পোশাক বাছাই করতে আমাদের দুজনেরই পাঁচ মিনিট সময় লেগেছিল। আমার মাথায় খুব পরিষ্কার ধারনা ছিল যে আমি লাল শাড়ি পরতে চাই আর রেজিস্ট্রি ও বিবাহের জন্য, আমি আমার মায়ের শাড়ি ও গহনা পরতে চেয়েছিলাম, আর সেটাই করেছি। তাই পুরোটাই আগে থেকেউ ভেবে রেখেছিলাম। আর আমরা সেদিনটাকে তাই এতটা প্রাণবন্ত করে তুলতে পেরেছি। আমরা এত উচ্ছৃঙ্খল মানুষ নই।’
আরও পড়ুন: (নিজের মেয়ে পূজার ঠোঁটে ঠোঁট, বিয়ে করার ইচ্ছা! অনলাইন ট্রোল নিয়ে মুখ খুললেন মহেশ ভাট)
সোনাক্ষী এবং জাহিরের বিয়ে
সোনাক্ষী ও জাহির ২৩ শে জুন মুম্বইয়ে তাঁদের বাড়িতে প্রিয়জনের উপস্থিতিতে বিয়ে করেছিলেন। এটা একটা অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান ছিল। আইনি বিয়ের পরে ‘বাস্তিয়ানে’ একটা পার্টি দিয়েছিলেন তাঁরা। যেখানে অসংখ্য বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন। রিসেপশনে উপস্থিত ছিলেন সায়রা বানু, রেখা, সলমন খান, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর প্রমুখ। সোনাক্ষী এবং জাহির গাঁটছড়া বাঁধার আগে সাত বছর ডেট করেছিলেন।
সোনাক্ষী অভিনীত
সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছিল আদিত্য সরপোতদার পরিচালিত হরর-কমেডি ছবি 'কাকুদা'য়। যেটা ১২ জুলাই জি-ফাইভে মুক্তি পেয়েছে। ছবিতে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ ও সাকিব সালিম।