বলিউডের অন্যতম চর্চিত জুটি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। কয়েক মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তারপর সেরেছেন হানিমুনও। তবে এতে থেমে নেই তাঁরা, তাঁদের নানা রোম্যান্টিক মুহূর্তের উদযাপন চলছে অবিরত। আর এবার এনগেজমেন্টের ২ বছর পূর্তিতে সোজা শূন্যে ঝাঁপ দিলেন তাঁরা!
তারকা দম্পতি বছর শেষে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন। তাঁদের ঘুরতে যাওয়ার নানা মুহূর্তের ছবিও তাঁরা সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন তাঁরা। আর এবার বাগদানের দুই বছর পূর্তি উদযাপন করলেন স্কাইডাভিংয়ের মাধ্যমে।
'দাবাং' খ্যাত অভিনেত্রী তাঁদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার একটি ভিডিয়োও শেয়ার করেছেন। ভিডিয়োটিতে দেখা যায় যে, দম্পতি শূন্যে লাফ দেন, তারপর মাঝ আকাশে স্কাইড্রাইভিং করতে করতেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে শুরু করে স্টোন-পেপার-সিজার খেলা। আকাশে উড়তে উড়তে নিজেদের উচ্ছ্বাসও প্রকাশ করতে থাকেন তাঁরা। স্যোশাল মিডিয়ায় তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলতে বলেছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
অভিনেত্রী ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর আমরা বাগদান করেছিলাম, আজ তার ২ বছর পর, আমরা একটা বিমান থেকে লাফিয়ে সেই দিনটা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি! আমাদের জীবনের সেরা বছর ২০২৪ কে বিদায় জানাচ্ছি, আর অপেক্ষা করছি ২০২৫ আমাদের জন্য কি নিয়ে আসে তা দেখার জন্য।’ পাশাপাশি অনুরাগীদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতেও ভোলেননি তাঁরা।
আরও পড়ুন: একমাস শ্যুটিংয়ের পর নায়ক বদল! সৌম্যর জায়গায় এবার পর্দার রাপ্পা রায় ‘ডোডোদা’ অর্পণ ঘোষাল
সাত বছর সম্পর্কে থাকার পর দম্পতি ২০২২ সালে বাগদান সাড়েন। বাগদানের ঠিক দেড় বছরের মাথায় ২০২৪-এর ২৩ জুন বিয়ে করেন তাঁরা। তবে মুসলিম ছেলেকে বিয়ে করার জন্য লাভ জেহাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তাঁদের বিয়ে নিয়ে দানা বেঁধে ছিল নানা বিতর্ক। তবে সব কিছুকে পিছনে ফেলে বর্তমানে চুটিয়ে সংসার করছেন তাঁরা। ব্রাইডস টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়ে ছিলেন যে, তাঁদের দু'জনের মধ্যে জাহিরই সবচেয়ে বেশি রোমান্টিক এবং ফিল্মই।
তাঁদের প্রথম আলাপ হয় সলমন খানের পার্টিতে। সলমন খান প্রযোজিত ছবি ‘নোটবুক’কের হাত ধরেই এ বি-টাউনে পা রাখেন জাহির, পরে সোনাক্ষীর সঙ্গে 'ডাবল এক্সএল' ছবিতে দেখা যায়। এছাড়া 'ব্লকবাস্টার' নামের একটি মিউজিক ভিডিয়োতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন।