অভিনেত্রী জুটি সোনাক্ষি সিনহা ও জাহির ইকবাল করালেন কাপল ট্য়াটু। আর সেই ছবিও তাঁরা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ইনস্টাগ্রামে সোনাক্ষী জানিয়েছেন যে কীভাবে ট্যাটুটি ‘একা কোনো অর্থ বহন করে না, কিন্তু একসঙ্গে এটি সম্পূর্ণ’।
সোনাক্ষি সিনহা ও জাহির ইকবালের নতুন ট্যাটু
ছবিগুলোতে সোনাক্ষি ও জাহির ইকবালকে হাতে হাত রেখে তাদের ট্যাটুর ঝলক ভাগ করে নিতে দেখা যায়। যা একটি সরলরেখা। রেখাটির একটি অংশ জাহিরের হাতে এবং অন্য অর্ধেক, যার শেষে একটি প্রতীক রয়েছে, সেটি সোনাক্ষির হাতে।
সোনাক্ষি ও জাহিরের ট্যাটুর অর্থ কী?
ছবিগুলো শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘এক দুসরে কি লাইফলাইন (ইনফিনিটি সিম্বল ইমোজি)।’ সঙ্গে ট্যাটু করার দিন হিসেবে ৪ অক্টোবর জানান তাঁরা।
সোনাক্ষির পোস্টের কমেন্ট সেকশনে একজন অনুরাগী মন্তব্য করেন, ‘এই প্রতীকটির অর্থ কী?’ তাতে সোনাক্ষী জবাব দিয়েছেন, ‘একটি অবিচ্ছেদ্য বন্ধন... একা কোনো অর্থ বহন করে না, কিন্তু একসঙ্গে এটি সম্পূর্ণ!’
পোস্টের প্রতিক্রিয়ায় মনীষা কৈরালা লিখেছেন, ‘এটা খুবই কিউট (লাল হৃদয়ের ইমোজি)। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন!!!’ হুমা কুরেশি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। অনশুলা কাপুর লিখেছেন, ‘কিউটিস’।
সোনাক্ষি ও জাহির সম্পর্কে
সোনাক্ষি গত বছর ২৩ জুন মুম্বইয়ের নিজের বাসভবনে প্রিয়জনদের উপস্থিতিতে জাহিরকে আইনি বিয়ে করেন। যা একটি ঘরোয়া বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের পর মুম্বইয়ের বিখ্যাত রেস্তোরাঁ বাস্তিয়ানে তাঁদের রিসেপশন পার্টি হয়, যেখানে বলিউডের অনেক সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। তাদের বিয়ের পোস্টে লেখা ছিল, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬.২০১৭) একে অপরের চোখে আমরা ভালোবাসা দেখেছিলাম এবং এটিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
দর্শকরা সোনাক্ষিকে সর্বশেষ ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমা নিকিতা রয়-এ দেখেছেন। নিকিতা রয় একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যা সোনাক্ষির ভাই কুশ সিনহার পরিচালনায় ডেবিউ। সোনাক্ষির হাতে সুধীর বাবুর সঙ্গে তেলুগু সিনেমা জাতাধারাও রয়েছে। যা ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন দিব্যা খোসলা, শিল্পা শিরোদকার, ইন্দিরা কৃষ্ণ, রবি প্রকাশ, নবীন নেনি, রোহিত পাঠক, ঝাঁসি, রাজীব কানাকালা এবং সুভালেখা সুধাকর। এটি পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়সওয়াল।