বিয়ে করলেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। কথা মতোই ২৩ জুন, রবিবার সইসাবুদ করে চার হাত এক হল তাঁদের। বিয়ে উপলক্ষ্যে সাদা পোশাক পরেছিলেন দুজনেই। প্রকাশ্যে এল তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরুর প্রথম ছবি। এদিন মেয়ের পাশে সারাক্ষণ হাসিমুখে দেখা গেল বাবা শত্রুঘ্ন সিনহাকে।
সোনাক্ষী এবং জাহিরের বিয়ে
আগেই জানা গিয়েছিল ২৩ জুন জাহিরের বাড়িতেই সইসাবুদ করে বিয়ে করবেন তাঁরা। কথা মতোই রবিবার দুপুরে তাঁরা ইসলাম ধর্ম বা হিন্দু ধর্মের রীতিনীতি মেনে বিয়ের বদলে আইনি বিয়ে করলেন তাঁরা।
আরও পড়ুন: 'শাকিবের ছবি সুপারহিট হলে এবার বাংলার সুপারস্টারদের...' রানার নিশানায় কি এবার দেব - জিৎ - অঙ্কুশরা?
আরও পড়ুন: শঙ্কর মহাদেবনের গলায় নজরুল গীতি! প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো, দেখুন
এদিন সোনাক্ষী একটি আইভরি রঙের হেভি সুতোর কাজ করা শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল জড়োয়ার গয়না। হাতে মেহেদিও পরেছিলেন অভিনেত্রী। খোঁপা করে তাতে সাদা গোলাপ লাগিয়ে সাজ সম্পূর্ণ করেন। অন্যদিকে জাহিরও স্ত্রীর সঙ্গে ম্যাচ করে আইভরি রঙের পঞ্জাবি পরেছিলেন।
সোনাক্ষী এবং জাহিরের রেজিস্ট্রির সময়ের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে। বাবার হাত ধরেই দাঁড়িয়েছিলেন হীরামান্ডি খ্যাত অভিনেত্রী। শত্রুঘ্ন সিনহা এদিন কালো পঞ্জাবি পরেছিলেন, সঙ্গে গলায় ওড়না ছিল। সঙ্গে তাঁর স্ত্রী পুনমও ছিলেন এদিন। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল সোনাক্ষী এবং জাহিরের।
জানা গিয়েছে শীঘ্রই এই নবদম্পতি বলিউড স্টাইলে একটি গ্র্যান্ড রিসেপশন দেবেন। সেখানে বলিউডের বিভিন্ন তারকাদের দেখা যাবে বলেই অনুমান করা হচ্ছে।
বিয়ের পর ধর্ম বদলাবেন সোনাক্ষী?
জাহির ইকবাল যেহেতু মুসলিম এবং সোনাক্ষী সিনহা হিন্দু তাই স্বাভাবিক ভাবেই অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি বিয়ের পর অভিনেত্রী ধর্ম বদলাবেন? এই বিষয়ে উত্তর দিলেন জাহিরের বাবা ইকবাল রতংশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন না বিয়ের পর।