Sonakshi-Zaheer: জাহিরের সোহাগে মিশে সোনাক্ষীর আদর, বিতর্ক ভুলে একে অপরকে কাছে পেয়ে প্রেমে ডুব নব-দম্পতির
Updated: 25 Jun 2024, 08:49 PM ISTবিয়ের ছবি দিয়ে সোনাক্ষী লেখেন ‘এই দিনেই, সাত বছর আগে (২৩.৬.২০১৭)তে একে অপরকে চোখে হারিয়েছিলাম। এই ভালবাসাকে শুদ্ধ রূপ দিয়েছিলাম, এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই ভালবাসা আমাদের সমস্ত বাধা পার করে এই জায়গায় নিয়ে এসেছে… … আমাদের নিজ নিজ দেবতার (ঈশ্বর-আল্লা) আশীর্বাদে… আমরা এখন স্বামী- স্ত্রী।’
পরবর্তী ফটো গ্যালারি