জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল দু’দিন আগে। অভিযোগ উঠেছিল, তিনি নাকি একটি অনুষ্ঠানে হাজির হবেন বলে, ৩৫ লক্ষ টাকা নিয়েও সেখানে যাননি। আর তাই তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আয়োজকরা। এমনই খবর প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়ও। যদিও সেই দাবি কত দূর সত্যি সে প্রসঙ্গে সোনাক্ষীর থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি তখন। এবার অভিনেত্রী নিজের মতামত জানালেন ঘটনাটি প্রসঙ্গে। এ বিষয়ে জানানোর জন্য তিনি বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে।
ইনস্টাগ্রামে একটি স্টোরি করে অভিনেত্রী লিখেছেন, ‘জামিন অযোগ্য ধারায় আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর ছড়িয়ে সংবাদমাধ্যমে। গত কয়েক দিনে এই বিষয়টির সত্যতা কেউ যাচাই করেননি। এটি পুরোপুরি কল্পনাপ্রসূত। আমাকে হেনস্থা করার জন্য এম খবর রটানো হয়েছে। আমি সমস্ত সংবাদমাধ্যম, সাংবাদিক এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, এমন ভুল খবরে পাত্তা দেবেন না। কেউ নিজের স্বার্থের জন্য আমার উপর দোষারোপ করছেন।’

এখানেই থামেননি তিনি, তাঁর দাবি, এটি অর্থের লোভে করা। তিনি জানিয়েছেন, বিষয়টি আদালতের বিচারাধীন। তাঁর আইনি পরামর্শদাতারা এর উপর নজর রাখছেন। তিনি বাড়িতেই রয়েছেন, সেটির প্রমাণ হিসাবে একটি ছবিও এর সঙ্গে স্টোরিতে প্রকাশ করেছেন সোনাক্ষী।