চলতি বছরটা ভীষণ স্পেশাল সোনাক্ষীর কাছে। এই বছরই মনের মানুষ জাহির ইকবালকে বিয়ে করেন তিনি। স্বাভাবিকভাবেই ২০২৪ ভীষণ ভীষণ স্পেশাল শত্রুঘ্ন কন্যার কাছে। এবার এই স্পেশাল বছরটিকে ভীষণ স্পেশাল ভাবে বিদায় জানালেন তিনি। অস্ট্রেলিয়া থেকে করলেন সেই ভিডিয়ো পোস্ট।
এই বছর দীর্ঘদিনের বন্ধু তথা প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। প্রথমে পরিবারের কেউই মেনে নেননি এই সম্পর্ক। একে ইকবালের থেকে সোনাক্ষী ২ বছরের বড়, অন্যদিকে ভিন্ন ধর্ম দুজনের। খুব স্বাভাবিকভাবেই মেয়ের প্রেমের সম্পর্ক প্রথম থেকে মানতে নারাজ ছিলেন শত্রুঘ্ন। যদিও পরবর্তীকালে মেয়ের খুশির জন্য তিনি সবটাই মেনে নিয়েছিলেন।
আরও পড়ুন: বছরের প্রথম দিনই শুরু বিক্রম-দেবলীনার 'রাস'লীলা! প্রকাশ্যে এল তথাগত ছবির পোস্টার
আরও পড়ুন: গার্ল গ্যাংয়ের সঙ্গে ভরপুর খানা-'পিনা'য় বর্ষবরণ রচনার! উত্তাল নাচ হুগলির সাংসদের
বিয়ের পর এবার প্রথম নববর্ষ এই নব দম্পতির। নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানানো এই প্রথম। তবে ভারতে থেকে নয়, অস্ট্রেলিয়ার মাটি থেকে নতুন বছরকে স্বাগত জানালেন এই নব দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী, সেই মুহূর্ত তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্বামীর সঙ্গে সোনাক্ষী একটি লঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। পেছনে চলছে কাউন্ট ডাউন। তারপরেই আতশবাজির রোশনাইয়ে ভরে যায় গোটা আকাশ। একে অপরকে আলিঙ্গন করে সকলকে নববর্ষের শুভকামনা জানান ইকবাল এবং সোনাক্ষী।
এই নতুন বছর যে তাঁদের কাছে ভীষণ স্পেশাল, সেটা তারকা জুটির সেলিব্রেশন দেখলেই বোঝা যায়। আবেগে আপ্লুত হয়ে কখনও সোনাক্ষী স্বামীর গালে চুমু এঁকে দিচ্ছেন কখনও আবার স্ত্রীর কপালে চুমু এঁকে দিচ্ছেন ইকবাল। একে অপরকে জড়িয়ে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে দুজনেই বলে ওঠেন, হ্যাপি নিউ ইয়ার।
আরও পড়ুন: ফুকেতের সমু্দ্রপাড়ে ইউভান-ইয়ালিনির সঙ্গে রাজ-শুভশ্রী, উঠে এল নানান অদেখে মুহূর্ত…
সোনাক্ষীর মতো জনপ্রিয় না হলেও জাকির ইকবাল একজন দুর্দান্ত অভিনেতা। ইতিমধ্যেই ‘নোটবুক’, ‘ডবল এক্সেল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সোনাক্ষীর বলিউডে অভিষেক হয়েছিল দাবাং সিনেমার হাত ধরে। ‘ডবল এক্সেল’ সিনেমায় প্রথম স্বামীর সঙ্গে অভিনয় করেছিলেন সোনাক্ষী। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরেই প্রেম। চলতি বছর ‘হীরামান্ডি’ সিনেমায় অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছিলেন সোনাক্ষী।