বিয়ের পর এটাই প্রথম করওয়া চৌথ সোনাক্ষী সিনহার। স্বামীর মঙ্গলকামনায় গোটা দিন উপোস থেকেছিলেন তিনি এদিন। শুধুই কি তাই, সকাল এবং বিকেলে দুটো ভিন্ন সাজে ধরাও দেন। বাদ দেননি জাহির ইকবালের সঙ্গে মজা করে তাঁর তারিফ করতে।
আরও পড়ুন: শিরদাঁড়ায় গুরুতর চোট! টুকটুকে লাল চুড়িদার পরে কোমরে বেল্ট বেঁধেই প্রথম করওয়া চৌথ পালন রকুলের
কী করেছেন সোনাক্ষী সিনহা?
বহুদিনের প্রেম তাঁদের। অবশেষে এই বছর তাঁরা গাঁটছড়া বেঁধেছেন। দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। ফলে এটাই তাঁদের বিয়ের পর প্রথম করওয়া চৌথ। আর এই বিশেষ দিনের সকালে অভিনেত্রীকে টুকটুকে লাল শাড়ি এবং ব্লাউজ পরে থাকতে দেখা যায়। কপালে টিপ, সিঁথিতে সিঁদুর। ঠিক যেন নতুন বউ। এই সাজে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আজ, কাল এবং রোজ তোমার দীর্ঘায়ু কামনা করি মিস্টার হাসব্যান্ড। শুভ করওয়া চৌথ।' সকালে যতই এই বেশে তিনি ধরা দিন না কেন সন্ধ্যা হতেই পাল্টে গেল তাঁর রূপ।
এদিন আরও একটি ভিডিয়ো পোস্ট করেন সোনাক্ষী। সেখানে দেখা যাচ্ছে তিনি এবং জাহির ইকবাল পাশাপাশি একটি সোফায় বসে আছেন। অভিনেত্রীর পরনে গোলাপি রঙের লখনউ চিকনের কুর্তি। পাশে জাহিরের পরনে হলদে টিশার্ট। মাথার সেহরা নিয়ে খেলতে খেলতে সোনাক্ষী জানান তিনি এদিন একা উপোস করেননি। তাঁকে যাতে একা উপোস না করতে হয় তাঁর স্বামীও তাঁর সঙ্গে উপোস করেছেন। তাঁদের এই খুনসুটির ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এমন একজন বর খোঁজ যে তোমায় একা অভুক্ত থাকতে দেবে না। সে ও যে কারণই মুখে বলুক না কেন। শুভ করওয়া চৌথ, আমাদের প্রথম।'
প্রসঙ্গত ২০২৪ সালের অগস্ট মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। মায়ের শাড়ি পরে এই বিশেষ দিনে পরিবার এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। যদিও বিকেলে গ্র্যান্ড রিসেপশনে বসেছিল চাঁদের হাট।