দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছরের জুনে গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। শক্রঘ্ন কন্যার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। তৃণমূল সাংসদের মেয়ে মুসলিম পাত্রকে বিয়ে করায়, সেই বিয়েতে সামিল হয়নি তাঁর নিজের দুই দাদা। নেটপাড়া বারবার সরব হয়েছে শক্রঘ্ন এবং তাঁর স্ত্রীও এই বিয়ে নিয়ে খুশি নয়। আরও পড়ুন-মুসলিম ছেলের সঙ্গে বোনের বিয়ে মানতে পারেনি সোনাক্ষীর দুই দাদা, ‘ওদের কষ্টটা বুঝি’, বলছেন শক্রঘ্ন
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন সোনাক্ষী নাকি প্রেগন্যান্ট! একটি স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল নবদম্পতিক, যা সেই গুজবের আগুনে ঘি ঢালে। কার্লি টেলসের সাথে কথোপকথনে, সোনাক্ষী সিনহা অবশেষে একটি মজাদার এবং হাস্যকর প্রতিক্রিয়া দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব উড়িয়েছেন।
সোনাক্ষী সিনহা বলেন, ‘বন্ধুরা, আমি গর্ভবতী নই। আমার একটু ওজন বেড়েছে, আমি মুটিয়ে গেছি। সেদিন কেউ একজন জাহিরকে অভিনন্দন জানিয়েছিলেন। আমরা কি আমাদের বিয়েটা উপভোগ করতে পারি না?’ এরপর জহির মজা করে বউকে বলেন, ‘পরদিন থেকে তার ডায়েট শুরু করো’।
সোনাক্ষী আরও বলেন, 'মাত্র চার মাস হয়েছে বিয়ের, আমরা সত্যিই ঘুরতে ফিরতে ব্যস্ত। আমরা নিজেরাই জীবনটা উপভোগ করছি এবং মানুষ (আত্মীয়রা) আমাদের মধ্যাহ্নভোজ এবং ডিনারে আমন্ত্রণ জানিয়ে চলেছেন, সেগুলো শেষ হচ্ছে না। ' এরপরই জহির বলেন, 'মজার ব্যাপার হলো, জানি না কোথা থেকে বেরিয়ে এসেছে। আমাদের পোষ্য (সারমেয়) সাথে আমাদের একটি ছবি দিলাম সেই ছবি দেখেও সবাই বলল, সোনাক্ষী নাকি গর্ভবতী'! আমার মনে হচ্ছিল, এটা কীভাবে সম্পর্কিত?' সোনাক্ষী তখন বলেন, 'মানুষ পাগল।
সোনাক্ষী সিনহা, জাহির ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন এবং তাঁকে তার সারমেয়কে কোলে নিয়ে থাকতে দেখা গিয়েছিল। ক্যাপশনে লিখেছেন, 'গেস দ্য পুকি'। পোস্টটি গর্ভাবস্থার গুজব ছড়িয়েছিল এবং অনেকে মন্তব্য বিভাগে তৎকালীন নববিবাহিত দম্পতিকে অভিনন্দন জানিয়েছিল। একজন কমেন্টে লিখেছেন, 'গর্ভাবস্থার জন্য অভিনন্দন। ' আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘শিগগিরই ছোট্ট একটি সন্তান আসছে, অনেক অভিনন্দন।’
সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল ২৩ শে জুন একটি ঘনিষ্ঠ বিবাহ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধার আগে সাত বছর ডেট করেছিলেন। হুমা কুরেশি এবং অদিতি রাও হায়দারির মতো ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে সারেন তাঁরা। অনুষ্ঠানের পরে রেখা, আদিত্য রায় কাপুর, সালমান খান এবং রিচা চাড্ডা সহ বলিউড তারকাদের নিয়ে বসেছিল নবদম্পতির রিসেপশনের আসর।