সাত বছরের সম্পর্ক পেল পরিণতি। সইসাবুদ করেই বিয়ে সারলেন বলিউডের ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা। বয়স-ধর্ম এমন কী পরিবার কেউই বাধা হননি তাঁদের বিয়েতে। কিন্তু সেই বিয়ে নিয়ে মাথাব্যথা সমাজের এক অংশের। বয়সে ছোট্ট, ভিন্ন ধর্মের পুরুষকে সোনাক্ষীর বিয়ে করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
জাহির-সোনাক্ষীর বিয়ে নিয়ে বিহারে রীতিমতো শুরু হয়েছে বিক্ষোভ। এই বিয়েকে দেওয়া হয়েছে ‘লাভ জিহাদ’-এর তকমা। এমনি বিক্ষুব্ধ জনতা জানিয়েছেন, শক্রঘ্ন সিনহার মেয়েকে তাঁরা পাটনায় ঢুকতে দেবেন না। পাশাপাশি জাহির-সোনাক্ষীকে ট্রোল্ডও হতে হয়। হিন্দু শিব ভবানী সেনা-র মতো কিছু হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই বিয়ে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই সব কিছুর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন শক্রঘ্ন সিনহা। ট্রোলারদের কড়া ভাষায় কথাও শুনিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: 'কোনও টাকা দিতে হবে না…' প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, সরব মানসী
আর এবার এই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে জবাব দিলেন স্বয়ং সোনাক্ষী। তবে সোজাসুজি নয়, তিনি ট্রোলের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য বেছে নিলেন অন্য পন্থা। ইনস্টাগ্রামে অভিনেত্রী, অ্যানিমেটর প্রসাদ ভাটের তৈরি একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টেটিতে বলা হয়েছিল প্রেম সর্বজনীন ধর্ম, যা জীবনের বিভিন্ন স্তরের মানুষকে আবদ্ধ করে। আর প্রসাদ ভাটের তৈরি সেই পোস্টটির কমেন্টে নায়িকা লিখলেন, 'সত্যি কথা! এটাই খুব সুন্দর! ধন্যবাদ।'
আরও পড়ুন: ‘পশ্চাৎদেশে ক্যামেরা ফোকাস করে ভিডিয়ো… লেখা বলুন তো কে’! খচে লাল বিপাশা বসু
এর আগে শক্রঘ্ন সিনহাও ট্রোলারদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘নিজের চরকায় তেল দিন আপনারা। আনন্দ বক্সী সাহেব খুব সুন্দর লিখেছেন জানেন তো, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় ক্যাহনা। এর সঙ্গে আমি যোগ করব, যাঁরা বলছেন তাঁদের যদি কাজ না থাকে তখন বাজে বকাটাই তাঁদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। আমার মেয়ে কোনও অবৈধ বা অসাংবিধানিক কাজ করেনি।'
সোনাক্ষী-জাহিরের বিয়ে সম্পর্কে
৭ বছর আগে সোনাক্ষী-জাহিরের প্রেমের শুরুটা হয়েছিল সলমনের হাত ধরে। ভাইজানের পার্টিতেই হয় তাঁদের প্রথম আলাপ। আর তারপর তা গড়ায় প্রেম সেখান থেকে হয় বিয়ে। মায়ের শাড়ি পরে বিয়ে সারেন সোনাক্ষী। তারপর রিসেপশনে বেছে নেন লাল রঙের বেনারসি। তাঁদের রিসেপশনে হাজির ছিলেন সলমন খান, সিদ্ধার্থ রায় কাপুর, বিদ্যা বালান এবং বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু-সহ বলিউডের বিখ্যাত সব তারকারা। তাছাড়াও বিয়ের সব অনুষ্ঠানে অংশ নিয়েছেন সোনাক্ষী ও জাহিরের ঘনিষ্ঠ বন্ধু হুমা কুরেশি ও তাঁর ভাই।