সোনাক্ষী সিনহা ‘হীরামান্ডি’তে তাঁর অভিনয়ের জন্য অনেক প্রশংসা পেয়েছেন, তাই তাঁর মন আনন্দে ভরপুর। তিনি জানান, ‘আমি সঞ্জয় স্যারের (সঞ্জয় লীলা বনশালি, চলচ্চিত্র নির্মাতা) কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে দর্শকদের কাছে এভাবে তুলে ধরেছেন, যে ভাবে দর্শকরা আমাকে আগে দেখতে অভ্যস্ত নন.’ HT City Showstoppers এর সঙ্গে একান্ত আড্ডায়, ফ্যাশনের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক এবং একজন উচ্চাকাঙ্ক্ষী ফ্যাশন ডিজাইনার থেকে তারকা হওয়ার যাত্রা সম্পর্কে কথা বলেন।
আরও পড়ুন: (জাহির খানের বউ সাগরিকা-র সঙ্গে ডিনারে বিরাট, ছেলে-মেয়ে নিয়ে অনুষ্কা একা বাড়িতে?)
সোনাক্ষী বলেছেন যে তিনি কিশোর বয়স থেকেই ফ্যাশনের প্রতি আকৃষ্ট।‘আমার মা রাজনীতিবিদ পুনম সিনহা ‘মেরা দিল লেকে দেখো’ (২০০৬)প্রোডাকশন করেছিলেন যখন আমি স্কুলে ছিলাম। আর সেই ছবিতে আমি তাঁকে স্টাইলিং এবং পোশাকে সাহায্য করেছি। জীবনে প্রথমবার অভিনেতা কোয়েল পুরির জন্য আমি ড্রেজ ডিজাইন করি।’ যদিও অভিনেতা স্বীকার করেছেন যে এটি তাঁর কাছে ‘স্বাভাবিকভাবে আসেনি’।
সিনহা আরও বলেন, ‘আমার স্টাইল খুব ক্যাজুয়াল ও সহজ। কিন্তু আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করার জন্য সবসসময় তৈরি আর সেই থেকেই জিনিসটি অর্জন করতে পেরেছি।’ ‘আমি সবেমাত্র তখন কলেজ পাশ করেছি, কি করতে হবে তা বোঝার চেষ্টা করছি। শুরু থেকেই আমি ফিগার এবং সিলুয়েট আঁকতে পারদর্শী ছিলাম।তাই আমার জন্য ফ্যাশন ডিজাইনিংকে সবচেয়ে স্বাভাবিক পদক্ষেপ বলেই মনে হয়েছিল,’। কিন্তু তখন সলমান খান তাকে অভিনেত্রী হওয়ার পরামর্শ দেন। দাবাং (২০১০) চলচ্চিত্রে তাঁর অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবন পুরোপুরি বদলে গেছে’।
আরও পড়ুন: (দিয়া মির্জা থেকে সামান্থা কোন ভারতীয় সেলেবরা প্যালেস্টাইনের ঘটনায় জানলেন সমবেদনা)
‘রাউডি রাঠোর’ (২০১২) এর মতো চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছিল, কিন্তু ‘লুটেরা’ (২০১৩) ছবিতে তিনি গ্ল্যাম রোল থেকে বেরিয়ে সাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন যা দৃষ্টি আকর্ষণ করে সকলের।৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘আকিরা’ (২০১৬) নামক মশলাদার ফিল্মে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করেন। তিনি বলেন, ‘আমি ছিলাম চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু, তাই তখনই আমি বুঝতে পারি যে আমি পর্দায় শক্তিশালী মহিলা চরিত্রগুলিকে তুলে ধরতে চাই আর পারবো।’
প্রথমে ‘দাহাদ’-এর হাত ধরে তিনি স্ট্রিমিংয়ে প্রবেশ করেন, যা বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে আত্মপ্রকাশ করেছিল।এরপর ‘হীরামান্ডি’ তে অভিনয় করে তিনি মনে করেন যে চলচ্চিত্র জগতে তিনি ভালো সুযোগ পেয়েছেন। তিনি জানান, ‘এটি সত্যিই একটি কাকতালীয় বিষয় যে আমার ভূমিকাগুলি OTT-এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমার সবসময়ই সেই বিষয়টি পছন্দের ছিল। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ খুব সহজেই মহিলা কেন্দ্রিক ছবিকে গ্রহণ করতে পারে।’