বাংলা নিউজ > বায়োস্কোপ > জামিন অযোগ্য ধারায় সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? আদৌ সত্যি কি এই দাবি

জামিন অযোগ্য ধারায় সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? আদৌ সত্যি কি এই দাবি

সোনাক্ষী সিনহা (ছবি-টুইটার)

বড় আইনি বিপাকে জড়ালেন কি সলমন খানের কো-স্টার? কী জানা যাচ্ছে?

সোনাক্ষী সিনহা কি কোনও আইনি জটিলতায় জড়িয়েছেন? শোনা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে নাকিজারি করা হয়েছে, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। তাঁর বিরুদ্ধে নাকি প্রতারণার অভিযোগ উঠেছে। ইন্টারনেটে দাবি করা হয়েছে, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যাননি। 

ইভেন্ট প্ল্যানার প্রমোদ শর্মা এই অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, ৩৭ লাখ টাকা নিয়েও সেই অনুষ্ঠানে তিনি হাজির না হলে অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। তবে সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে সোনাক্ষীর ম্যানেজার। একাধিকবার ‘দাবাং’ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ না হয়ে থানায় প্রতারণার অভিযোগ জানানো হয়। এমনই জানিয়েছেন প্রমোদ শর্মা।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী নিজের বয়ান দিতে ইতিমধ্যেই হাজির হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তবে একাধিকবার ডাকার পরেও সোনাক্ষীর গরহাজির থাকায় আদালতের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। 

যদিও এই খবরের সত্যতা বা আদৌ এমন কোনও গ্রেফতারি পরোয়ানা তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে কি না, তার কোনও আনুষ্ঠানিক বক্তব্য বা প্রমাণ পাওয়া যায়নি। তাই এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে নানা মহলে। 

প্রসঙ্গত, দিনকয়েক আগে ‘দাবাং’ ট্যুর সেরে ভারতে ফেরেন অভিনেত্রী সলমন খান, পূজা হেগড়ে, দিশা পাটানি ও অনন্যান্যদের সাথে। কাজের সূত্রে এরপর অভিনেত্রীকে দেখা যাবে হুমা কুরেশির সাথে ‘ডবল এক্সেল’ ছবিতে। রীতেশের সাথে ‘কাকুদা’-তেও দেখা মিলবে তাঁর। 

চলতি সপ্তাহের শুরু থেকেই আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তাঁর আর সলমনের বিয়ের একটি ভুয়ো ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এটাকে সত্যি বলে ধরে নিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। পরে সেরকমই এক পোস্টে কমেন্ট করে সোনাক্ষী লেখেন, ‘আপনারা কী মুর্খ যে ভুয়ো আর আসল ছবির পার্থক্য বোঝেন না!’

বন্ধ করুন