অভিনেতা সোনাক্ষী সিনহা পাপারাজ্জিদের সঙ্গে হামেশাই বেশ শান্ত স্বরে, বন্ধুত্বপূর্ণভাবে কথা বলেন। তবে সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ফটোগ্রাফাররা তাকে অনুসরণ করলে মেজাজ হারাতে দেখা গেল শত্রুঘ্ন-কন্যাকে। দেখা যায় চোখেমুখে হতাশা আর বিরক্তি। দেখুন কী হয়েছিল ঠিক এদিনকে।
মেজাজ হারালেন সোনাক্ষী
শনিবার সোনাক্ষী তাঁর স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সোনাক্ষি পাপারাৎজিদের উপর রেগে আগুন। এবং ধমক দিচ্ছেন।
আরও পড়ুন: ‘জানি না একথা কী করে ছড়াল…’! সব জল্পনায় জল ঢাললেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা
তার মেজাজ হারিয়ে ফেলছেন এবং ফটোগ্রাফারদের ধমক দিচ্ছেন এবং তাদের অবাধে চলাফেরার জন্য কিছুটা জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছেন। দেখা যায়, আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন সোনাক্ষি। আর তাঁকে ফলো করছে কিছু ফোটোগ্রাফার। প্রথমটায় তিনি শান্ত থাকার চেষ্টা করলেও এক পর্যায়ে এসে মেজাজ হারিয়ে ফেলেন।
আরও পড়ুন: অবন্তীর শিসে মুগ্ধ শঙ্কর মহাদেবন! জানেন কি আগে এই বাংলাদেশী মেয়েকে সারেগামাপা-য় ডাকা হত শিসপ্রিয়া
‘এবার বন্ধ করো, বন্ধ করো। হয়ে গেছে’, বিরক্ত সোনাক্ষীকে বলতে শোনা গেল ফোটোগ্রাফারদের দিকে তাকিয়ে। এরপরে তিনি তাদের বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে অনুরোধ করেন যাতে তাঁরা সেখান থেকে বেরিয়ে যায়। তারপর স্বামী জাহির ইকবালের সঙ্গে অনুষ্ঠানস্থলের ভিতরে চলে যান।
এদিন রাতের এই অনুষ্ঠানের জন্য সোনাক্ষী কালো পোশাক পরেছিলেন, উইংড আইলাইনারের সঙ্গে ন্যুড মেকআপ। বউয়ের সঙ্গে টুইনিং করে জাহিরও একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন।
গত বছর (২০২৪) জুন মাসে অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করে সোনাক্ষী। সাত বছর ডেট করার পর ২৩ জুন বিয়ে করেন তাঁরা।
সোনাক্ষীর সামনে কী আছে?
সোনাক্ষী সিনহাকে সর্বশেষ রীতেশ দেশমুখ এবং সাকিব সালিমের সঙ্গে ভূতের সিনেমা কাকুডায় দেখা গিয়েছিল। এটি গত বছর জিফাইভে মুক্তি পায়। এরপরে, তাকে নিকিতা রায় এবং দ্য বুক অফ ডার্কনেসে দেখা যাওয়ার কথা। যাতে পরেশ রাওয়াল এবং সুহেল নায়ার অভিনয় করেছেন।