চমকের পর চমক। একই সঙ্গে একাধিক তারকা, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখ। দীর্ঘ প্রতিক্ষার পর 'হীরামান্ডি'র টিজার ভিডিয়োতে চমকে দিয়েছেন প্রযোজক, পরিচালক সঞ্জয়লীলা বনশালি। মোট দুটি টিজার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যার একটিতে প্রত্যেক অভিনেত্রীই হলুদ রঙের গর্জাস পোশাকে একটা ফ্রেমে বন্দি হয়েছে। অন্যটিতে তাঁদের দেখা গিয়েছে কালো পোশাকে। গোটা টিজার ভিডিয়োটিতেই ভিন্টেজ লুক ধরা পড়েছে।
ভিডিয়োতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি থেকে রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখ, প্রত্যেকেই নিজস্ব ভঙ্গিতে দর্শকদের সামনে এসেছেন। বনশালি প্রোডাকশনের তরফে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে লেখা হয়, ‘সঞ্জয়লীলা বনশালি আপনাদের সেই দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছেন যেখামে যৌনকর্মীরাই ছিলেন রানি।'নেটফ্লিক্সের তরফে টিজার ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়, ‘সঞ্জয়লীলা বনশালির হাতে তৈরি একটা আলাদা যুগ, একটা আলাদা জাদুর বিশ্ব, যার অংশ হতে আমরা আর অপেক্ষা করতে পারছি না।’ যেটি দেখে নেটপাড়ার অনেকেই লিখেছেন, ‘সত্যিই আর অপেক্ষা সইছে না, দারুন কাস্টিং…দেখতে চাই…’।
দুটি টিজার ভিডিয়োর সঙ্গে দুটি টিজার পোস্টারও শেয়ার করা হয় প্রযোজনা সংস্থা এবং নেটফ্লিক্সের তরফে।
ANI- সূত্রে খবর ‘হীরামান্ডি’ অবিভক্ত ভারতের এক লাহোরের এক গণিকালয়ের গল্প উঠে আসবে। যে গণিকালয়ের গল্পে চরিত্রদের হাত ধরে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি সবই উঠে আসবে। আর এই ওয়েব সিরিজের হাত ধরেই OTT- দুনিয়ায় পা রাখতে চলেছেন সঞ্জয়লীলা বনশালি।
এর আগে ২০২২-এ মুক্তি পায় সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'। সেখানেও উঠে এসেছিল যৌনকর্মী গাঙ্গুবাঈ এর মুম্বই মাফিয়া কুইন হয়ে ওঠার গল্প। যেটি কিনা বক্স অফিসে সুপার হিট হয়। সম্প্রতি পরিচালক সঞ্জয়লীলা বনশালি বলেন, অনেকেই তাঁকে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' না বানানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ, অনেকের দাবি ছিল মহিলাকেন্দ্রিক ছবি বক্স অফিসে চলবে না। দর্শকরা সেটা ভুল প্রমাণ করেছেন।