বিয়ের পর স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি যাবে মেয়ে। তথাকথিত ভারতীয় ধারণায় মেয়ে ‘পর’ হয়ে যাবে। সেকথা ভেবেই মেয়ের বিয়ের পরে তাঁকে বিদায় জানাতে গিয়ে কেঁদে আকুল হন বহু ভারতীয় বাবা-মা। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নববধূকেও। সোনাক্ষীর ক্ষেত্রেও সেই ছবিটা একই ছিল, আলাদা কিছু নয়।
জাহিরের হাত ধরে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন শত্রুঘ্ন ও পুণম সিনহা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই আবেগঘন মুহূর্তের ছবিই পোস্ট করেছেন সোনাক্ষী। যেখানে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় পুণম সিনহাকে। কেঁদে ফেলেন সোনাক্ষীও। সেসময় পিছনে ছল ছল চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাবা শত্রুঘ্ন সিনহাকেও।
এমনই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে আবেগতাড়িত সোনাক্ষী সিনহা লেখেন, ‘বিয়ের দিন মা কাঁদতে লাগলেন, কারণ, মায়ের মাথায় ঘুরছিল মেয়ে এবার বাড়ি ছেড়ে চলে যাব। আমি মাকে বললাম মা, চিন্তা করো না... জুহু থেকে বান্দ্রা মাত্র ২৫ মিনিট। আজ আমারও ওদের জন্য খুব মন কেমন করছে। আর তাই এখন নিজেকেও আমি সেই একই কথা বলছি। (ভালোবাসার ইমোজি)’
শেষে সোনাক্ষী লেখেন, ‘আশাকরি, আজ রবিবার বাড়িতে সিন্ধি তরকারি তৈরি হবে...তাই তাড়াতাড়িই দেখা হচ্ছে।’
আরও পড়ুন-'দিদার কাছ থেকে অনেক কিছুই শিখেছি…', সুচিত্রা সেনকে নিয়ে কী বললেন নাতনি রাইমা?
আড়ম্বর নয়, শুধুমাত্র সই করে জাহির ইকবালের সঙ্গে বিয়েটা সেরেছেন সোনাক্ষী। যে বিয়ের আসরে উপস্থিত ছিল শুধুমাত্র দুই পরিবার। যদিও ভিনধর্মে বিয়ে নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। শোনা যায়, প্রথমে এই বিয়েতে সায় ছিল না সোনাক্ষীর পরিবারের, বিশেষত বাবা শত্রুঘ্ন সিনহার। পরে অবশ্য একমাত্র মেয়ের বিরুদ্ধে যেতে পারেননি শত্রুঘ্ন, শেষপর্যন্ত সবটা মেনেই নেন।
বিয়ের ছবি থেকে মধুচন্দ্রিমা, সেই নানান মুহূর্ত মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন 'দাবাং গার্ল' সোনাক্ষী। যে কোনও ভারতীয় মেয়েই বিয়ের পরদিন শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। শুধু কনে নয়, মেয়েকে বিদায় জানানোর মুহূর্তটি বাবা-মা তাঁর পরিবারের কাছেও ভীষণই বেদনাদায়ক হয়ে ওঠে। সোনাক্ষীর ক্ষেত্রেও তেমনই ঘটেছিল।
এদিকে সোনাক্ষীর বিয়েতে তাঁর ভাই লাভ সিনহা উপস্থিত না থাকার কারণ হিসাবে নানান কথা শোনা যাচ্ছিল। এবিষয়ে সম্প্রতি শত্রুঘ্ন সিনহা বলেন, এই বিয়ে নিয়ে তাঁর পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তাঁর কথায়, ‘আমরাও আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই এই বিয়েতে ছিলাম, যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল। কেন আমরা এত মনোযোগের লক্ষ্যবস্তুতে পরিণত হলাম, তা আমার চেয়ে আপনারাই ভালো জানেন।’
এদিকে ফিল্মি চর্চাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা মুকেশ খান্না এই বিয়েকে 'লাভ জিহাদ' বলে কটাক্ষ করেছেন।