অন্য ধর্মে বিয়ে করে ক্রমশ ঘরে-বাইরে চাপের মুখে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহ। ২০২৪ সালের দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দেন তিনি। যদিও বিয়েটা হয়েছিল আইনি কাগজে সইসাবুদ করেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবারের বেশ কড়া নিয়মকানুন নিয়ে কথা বলতে শোনা গেল শত্রুঘ্ন-কন্যাকে।
সোনাক্ষী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘বাড়ি তো না, আসলে রামায়ণ নামের একটি কেল্লায় থাকতাম আমি। কাজ শুরু করার পর, রাত দেড়টার আগে বাড়ি ফেরার নিয়ম ছিল। আমার ৩২ বছর অবধি এটা চলেছিল। তবে এই নিয়মে যার সবচেয়ে বেশি সমস্যা হত, সে হল জাহির। যখনই আমি এটি ভেঙেছি, সবসময়ই আসলে ওর জন্য। আর তারপর বাড়ি ফিরে বকা খেয়েছি…’
আরও পড়ুন: পছন্দ না দেওল পরিবারকে, বন্ধুদের সামনেই অভয়কে হেনস্থা করেছিলেন টিউশন টিচার
সোনাক্ষী এরপর জানান, ‘রামায়ণ নামক সেই দুর্গের ১১ তলায় (10th Floor) থাকতাম আমি, আর আমার মা-বাবা থাকত ষষ্ঠ তলায় (5th Floor)। আমাদের একজন খুব কঠোর টেলিফোন অপারেটর মিস্টার ঝা ছিলেন। আমি বাড়ির মেইন গেট দিয়ে ঢুকলেই, ছয় তলায় ফোন যেত, 'বেবি এসে গেছে'। আমি বহুবার টেলিফোন অপারেটরকে অনুরোধও করেছিলাম, যাতে আমার বাড়ি ফেরার সময়টা আমার মা-কে না জানান।’
‘এরপর পরের দিন যখন আমার মা আমাকে সকালে জিজ্ঞেস করতেন, রাতে কটায় আমি ফিরেছি, আমিও মিথ্যে বলতাম এটা ভেবে, বুঝি বা মিস্টার ঝা মাকে কিছু জানাননি। তারপর সব বাড়িতে যা হয়…’, নিজের বক্তব্য যোগ করেন সোনাক্ষী।
অভিনেত্রী আরও জানান, যখনই ফিরতে দেরি হত, রাত ১২টার পর থেকেই ফোন আসত মা পুনমের। ‘জিজ্ঞাসা করত, তুমি কোথায়। আমাকে বকাঝকা করে বলত যে, এটা মোটেও ভালো দেখায় না। মা সবসময় বলত, আমার বাা জেনে গেলে কী ভাববেন, বা রেগে যাবেন। কিন্তু বাব কিন্তু খুব ঠান্ডা মানুষ। আমাকে সেভাবে কখনোই বকা দেননি।’
শোনা যায়, জাহিরকে বিয়ে নিয়েও খুব একটা খুশি ছিলেন না সোনাক্ষীর পরিবার। এমনকী, প্রথমদিকে মিডিয়ার কছে শত্রুঘ্ন স্পষ্ট বলেছিলেন, মেয়ের বিয়ের খবর, কিছুই জানেন না। ভিন-ধর্মের ছেলেকে বিয়ে করায়, অভিনেত্রীর বিয়েতে আসেননি তাঁর দুই দাদা লব ও কুশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে, ধর্ম পরিবর্তনের প্রসঙ্গ উড়িয়ে দেন সোনাক্ষি। সাফ জানান, কোনোদিন তিনি বা জাহির এই নিয়ে কোনো কথাই বলেননি। বরং দুজনেই একে-অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন সানন্দে।