২০১২-য় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, প্রভু দেবা ও সোনাক্ষী সিনহা অভিনীত ছবি ‘রাউডি রাঠোর’। ছবিটি ছিল বক্স অফিসে সুপারহিট। ছবিতে এই তিন অভিনেতা ছাড়াও ছিলেন যশপাল শর্মা ও নাসার। তবে ২০১২ সালে ‘রাউডি রাঠোর’ ছবির বিরুদ্ধে নারীবিদ্বেষের অভিযোগও উঠেছিল। সম্প্রতি সেবিষয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা। তাঁর কথায়, দর্শকদের খারাপ লাগার কারণটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
ঠিক কী ঘটেছিল?
‘রাউডি রাঠোর’ ছবির একটি দৃশ্যে অক্ষয় সোনাক্ষীর কোমর ধরে বলেছিলেন, ‘ইয়ে মেরা মাল হ্যায় (এটি আমার সম্পত্তি)’। আর তাতেই শুরু হয়েছিল বিতর্ক। সম্প্রতি সেবিষয়টিই উঠে আসে সোনাক্ষীর এক সাক্ষাৎকারে। যেখানে অভিনেত্রী বলেন, 'আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই সময় এমন কোনও দৃশ্য থাকলে আমি কাজ করব না। তবে তখন আমার বয়স অনেকটাই কম ছিল, এতকিছু ভাবিনি। শুধু এটা ভেবেই ছবিতে হ্যাঁ বলেছিলাম যে আমি প্রভু দেবার ও অক্ষয় কুমারের মতো তারকার সঙ্গে ছবি করছি। ছবির প্রযোজনা করছিলেন সঞ্জয়লীলা বনশালি। তারপরেও কীভাবে আমি না বলব? তখন আমার চিন্তাভাবনা এমন ছিল না তবে, আজ যদি আমার কাছে এমন কোনও চিত্রনাট্য আসে তাহলে হ্যাঁ বলব না। সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়, আমিও বদলে গিয়েছি।
আরও পড়ুন-'তুমি মায়ের মতোই ভালো', এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া
আরও পড়ুন-মা হওয়ার দেড় বছরের মধ্যে মাকে হারালাম! জানি না, ওঁর মতো ভালো মা হতে পারব কি না: সোনালি
সোনাক্ষী আরও বলেন, ‘সেসময় লোকজন আমাকে দোষারোপ করেছেন। কারণ মহিলারাই আগে ভিলেন হয়ে যায়। যি চিত্রনাট্য লিখেছিলেন, তাঁর কথা কিন্তু একেবারেই ওঠেনি, পরিচালকের কথাও ওঠেনি। সেসময় আমার এই সামলোচনা দেখে মনে হয়েছিল চলো কী আর করা যাবে। ‘রাউডি রাঠোর’ যে নারীবিদ্বেষী মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিল সেটি আবার ছিল এসএস রাজামৌলির 'বিক্রমকুণ্ডু’ রিমেক যেটিতে রবি তেজা ও আনুষ্কা শেট্টি অভিনয় করেছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা অভিনীত ওয়েব সিরিজ ‘দাহাদ’।