এই বিয়ে শুধুই ভালোবাসার। ধর্মের এখানে কোনও কাজ নেই। আগেই জানিয়েছিলেন জাহিরের বাবা। যেমন বলা তেমনই কাজ…। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের আগে জাহিরকে যেমন মসজিদে যেতে দেখা যায়, তেমনই সোনাক্ষীর বাড়িতেও আয়োজন করা হয়েছিল বিশেষ পুজো। ভিনধর্মে বিয়ে নিয়ে নানান আলোচনা, বিতর্কে বুড়ো আঙুল দেখিয়ে শেষপর্যন্ত বিয়েটা করেই ফেললেন সোনাক্ষী-জাহির। অভিমান ভুলে মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তে পাশে থাকলেন শত্রুঘ্ন সিনহা ও পুণম সিনহা।
তবে আসল চমকটা বাকি ছিল, বিয়ের পর নব-দম্পতির দেওয়া রিসেপশন পার্টিতে। একই গাড়িতে হাতে হাত রেখে অনুষ্ঠানে ঢুকলেন সোনাক্ষী-জাহির। সেখানে বর জাহির ইকবাল পরেছিলেন সাদা স্যুট, আর নতুন বউ?
সেই সাজেই তো আসল চমক। শত্রুঘ্ন কন্যা 'সোনা' লাল বেনারসি শাড়িতে সেজে। গনায় পান্নার সেট, হাতে মেহেন্দি নয়, লাগিয়েছিলেন লাল আলতা, চুলে খোঁপা, আর সিঁথি ভরা সিঁদুরে। সোনাক্ষীর এই সিঁদুর লুক সামনে আসতেই অবাক নেটপাড়া। নেটিজেনদের অনেকেই একসুরে বলে উঠলেন, ‘এতো যেন দেবদাসের পার্বতী!’
ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ খোশমেজাজে দেখা গেল সোনাক্ষী-জাহিরকে। শুধু পাপারাৎজির ক্যামেরায় পোজই নয়, দূরত্ব ঘুচিয়ে তাঁদেরই পাশে বসে পোজও দিলেন সোনাক্ষী। একজন আবার তাঁর সঙ্গে মজা করতেই ঠাট্টা করে তাঁকে মারতেই গেলেন সোনাক্ষী। তবে পুরোটাই ছিল নেহাতই মজার ছলে।
এদিকে ২৩ জুন রবিবার সন্ধ্যেয় বাবাদের (শত্রুঘ্ন সিনহা ও ইকবাল রতনসি) পাশে নিয়ে বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করেন সোনাক্ষী-জাহির। বিয়ের পর বাবাদের সামনেই সোনাক্ষীকে জড়িয়ে চুমু খেতে যান নতুন বর। আর তাতেই কিছুটা লজ্জা পেয়ে হো হো করে হেসে ফেলেন সোনাক্ষী। শত্রুঘ্ন সিনহাকে অবশ্য সেসময় কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে যেতে দেখা গেল। ইতিমধ্যেই সামনে এসেছে সেই মুহূর্ত…।