গত জুন মাসেই সই-সাবদ করে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষী-জাহিরের বিয়েটা হয়েছিল নিজের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটেই হয়েছিল সোনাক্ষীর আইনি বিয়ের প্রক্রিয়া। যেটি কিনা আয়তনে ৪ হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এবার শোনা যাচ্ছে, সেই ফ্ল্য়াটটিই নাকি বিক্রি করতে দিতে চলেছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী। সোনাক্ষীর সিদ্ধান্তে অবাক তাঁর অনুরাগীরাও।
এখন প্রশ্ন হঠাৎ কেন শখ করে কেনা নিজের এই বিলাসবহুল ফ্ল্যাট বিক্রির করছেন সোনাক্ষী? যে ফ্ল্যাটেই কিনা তাঁর বিয়ের স্মৃতি রয়েছে।
একটা রিয়েল এস্টেট কোম্পানির ইনস্টাগ্রামে এই ফ্ল্যাট বিক্রির কথা উঠে এসেছে। সেখানেই বলা হয়েছে, বান্দ্রার সমুদ্রমুখী এই অ্যাপার্টমেন্টটি বান্দ্রা রিক্ল্যামেশনের ৮১ অরিয়েট বিল্ডিং-এর অন্তর্গত। যেটা ৪২০০ স্কোয়ার ফিটের মূলত 4BHK- ফ্ল্যাট হলেও সেটাকে সুন্দরভাবে 2 BHK-তে রূপান্তরিত করা হয়। যেখানে একটা ডেক, আসবাবপত্র, আধুনিক ইন্টিরিয়র, সুযোগসুবিধা সবই রয়েছে। ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ৩টি গাড়ি পার্কিং-এর সুবিধা। ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা। রিয়েলেস্টেড কোম্পানির এই বাড়ি বিক্রির পোস্টে লাইক করেছেন সোনাক্ষী সিনহা। তাঁর কাছের বন্ধু সাকিব সেলিম লিখেছেন, ‘আমি এই বিল্ডিংটি চিনি।’
সোনাক্ষী সিনহার অনুরাগীরাও অনেকেই এই বিল্ডিংটি চিনতে পেরেছেন। একজন লিখেছেন, এটা তো সোনাক্ষী সিনহার বাড়ি, তিনি নাকি এই বাড়ি শীঘ্রই ছেড়ে দিচ্ছেন। একজন লিখেছেন, ‘এই তো কিনলেন, এখনই ছেড়ে দেবেন!’
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে ইনস্টাগ্রাম পোস্টে সোনাক্ষী এই বাড়িটি কেনার কথা বলেছিলেন৷ কয়েক মাস পরে, আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়ার শেয়ার করা এক ভিডিওতে সোনাক্ষী বাড়িটি ঘুরিয়েও দেখেছিলেন৷ যদিও জানা যায় সোনাক্ষী এই অ্যাপার্টমেন্টটি ২০২০ সালের মার্চ মাসে কিনেছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে, তিনি ১১ কোটি টাকায় একই বিল্ডিংয়ে আরেকটি অ্যাপার্টমেন্ট কেনেন।
অ্যাপার্টমেন্টের ভিডিও সফরে, সোনাক্ষী এটাকে তাঁর 'বাড়ি থেকে দূরে একটা বাড়ি' বলে তুলে ধরেছিলেন। সেসময় সোনাক্ষী তাঁর বাবা-মা - শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহার সঙ্গেই থাকতেন। অভিনেত্রী তাঁর সাম্প্রতিক প্রচারমূলক এত সাক্ষাত্কারেও বলেছিলেন যে তিনি এখনও নিজের বাবা-মায়ের সঙ্গেই থাকেন। ওই বাড়িটি তাঁর কাজ সংক্রান্ত মিটিং-এর জন্য ব্যবহার করা হয়।