সোনাক্ষী সিনহা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন তিনি লক্ষ্মীমন্ত বউয়ের চরিত্রে অভিনয় করে করে ক্লান্ত হয়ে গিয়েছেন। এই তো তিনি জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এর মধ্যে এসব বলায় সকলেই বেশ হতচকিত হয়ে গিয়েছে। তবে না ভয় পাবেন না। সোনাক্ষী মোটেই এটা তাঁর ব্যক্তিগত জীবন বা বিবাহিত জীবন নিয়ে বলেননি। বরং বলেছেন কেরিয়ার নিয়ে। বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হীরামান্ডিতে কাজ করার আগে পর্যন্ত কেউ তাঁকে সিরিয়াসলি নেননি। একই সঙ্গে জানিয়েছেন তিনিও 'পাশের বাড়ির মেয়ে, মিষ্টি প্রেমিকা, লক্ষ্মীমন্ত বউ'য়ের চরিত্রে অভিনয় করে করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজটি তাঁর ডেবিউ সিরিজ ছিল।
কী জানিয়েছেন সোনাক্ষী সিনহা?
সোনাক্ষী এদিন সাক্ষাৎকারে জানান, 'আমি ভীষণ খুশি যে সঞ্জয় লীলা বানসালি স্যার আমায় এমন একটা চরিত্রে কল্পনা করেছেন। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমি নেতিবাচক চরিত্রে কাজ করতে চাই। বা সাইকো টাইপের কোনও চরিত্রে।'
তিনি এদিন আরও বলেন, 'আমায় এতদিন কেউ সিরিয়াসলি নেয়নি যতক্ষণ না উনি (সঞ্জয় লীলা বানসালি) আমায় ফারিদনের চরিত্রে কাস্ট করলেন। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। অভিনেতা হিসেবে এই ধরনের চরিত্র করতে পারা সত্যিই চ্যালেঞ্জের মতো। কতদিন পাশের বাড়ির মিষ্টি মেয়েটা, মিষ্টি প্রেমিকা, লক্ষ্মীমন্ত বউয়ের চরিত্রে অভিনয় করা যায়? এই ধরনের চরিত্র করলে আসল মজা পাওয়া যায়।'
হীরামান্ডি প্রসঙ্গে
হীরামান্ডি সিরিজটি ১ মে মুক্তি পেয়েছে। এটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। মুখ্য ভূমিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা, শরমিন সেহগল, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, ফারদিন খান, শেখর সুমন, তাহা শাহ বাদুশা, প্রমুখ।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত প্লাস্টিজ সার্জন, ক্লায়েন্ট কোন সেলেব্রিটিরা?
সোনাক্ষীর বিয়ে
সোনাক্ষী সিনহা তাঁর বহুদিনের প্রেমিকের সঙ্গে সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের উপস্থিতিতে জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়ে করেছেন তিনি।