নবদম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল সম্প্রতি ফিলিপিনে তাঁদের বিয়ের এক মাস পূর্তি উদযাপন করলেন। তাঁরা ২৩ জুন মুম্বইতে তাঁদের প্রিয়জনের উপস্থিতিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন। এর আগে, তাঁরা তাঁদের বন্ধুদের সঙ্গে ব্যাচেলর পার্টি করেছিলেন। পরে সোনাক্ষী জানান যে তাঁরা একটি নয়, দুটি ব্যাচেলর পার্টি করেছিলেন, কারণ নায়িকা সেই কথা উল্লেখ করে দু'দফার ব্যাচেলর পার্টির ছবিগুলি শেয়ার করেন।
সোনাক্ষীর 'সোনামন্ডি' থিমের পার্টি সম্পর্কে
শুক্রবার ইনস্টাগ্রামে অভিনেত্রী তাঁর দেশি লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যা দেখে তাঁর নেটফ্লিক্সের বহু চর্চিত শো, 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর কথা মনে পড়ে যায়। এই সিরিজে তাঁকে 'ফরিদান'-এর চরিত্রে দেখা গিয়েছিল। সেখানে তাঁকে গণিকার চরিত্রে দেখে ছিলেন দর্শকরা। আর নায়িকার শুক্রবারের পোস্ট করা ছবি দেখে তাঁর সেই সাজের সঙ্গে মিল পাওয়ার ফলে, একজন ভক্ত সোনাক্ষীর নতুন ছবিতে মন্তব্য করেছেন, ‘সোনামান্ডি।’
আরও পড়ুন: ‘রাস্তায় জন্মালে সেখানেই শেষ পর্যন্ত থাকতে হবে?’, ১৫০ কোটি টাকার বাড়ি কেনা নিয়ে বিতর্ক, জবাব ধনুশের
ফ্যাশন-ভিত্তিক ইনস্টাগ্রাম পেজ 'Eat Tweet Blog' সোনাক্ষীর ছবি শেয়ার করে লিখেছে, 'সোনাক্ষী সিনহা তাঁর ব্যাচেলরেটে 'সোনামান্ডি' থিমে সেজে উঠেছিলেন। তাঁর পরনেছিল ফাবিয়ানা আনারকলি। তাঁকে দারুণ সুন্দর দেখাচ্ছিল!'
অন্যদিকে, নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে সোনাক্ষী ভক্তদের জিজ্ঞাসা করেন যে, তাঁরা তাঁর ব্যাচেলরেটের থিমের কী নাম দেবেন? নায়িকা লেখেন, 'বিশ্বাস করুন বা না করুন...আমার ব্যাচেলরেটের আরও কিছু ছবি রইল আপনাদের জন্য। আপনারা কি এই পার্টির কী থিম ছিল অনুমান করতে পারছেন?'
আরও পড়ুন: চারিদিকে যখন সম্পর্ক ভাঙার শব্দ, তখন ভালোবেসে পাশে থাকার সুর নিয়ে হাজির 'বকুল ফুলের মালা'
অনেকেই নায়িকার এই পোস্টে মন্তব্যে করেছেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, 'শুধু সোনাক্ষী।' আরেকজন মন্তব্য করেছেন, 'আসল সোনা (সোনাক্ষী)।' অন্যএক ভক্ত লেখেন, 'টাইমলেস বিউটি।' আরও একজন লেখেন, 'খুব ভালো লাগছে।'
সোনাক্ষীর অন্য ব্যাচেলর পার্টির সম্পর্কে
বিয়ের আগে, সোনাক্ষী তাঁর বন্ধুদের সঙ্গে এই পার্টি করেছিলেন। সেখানের সব ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তিনি একটি গ্রুপ ছবিও পোস্ট করেছিলেন, সেখানে হুমা কুরেশিও দেখা গিয়েছিল। সোনাক্ষী এবং হুমা ২০২২ সালে 'ডাবল এক্সএল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেখানেই ছিলেন জাহির।
সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ে সম্পর্কে
সোনাক্ষী ও জহির ২৩ জুন মুম্বইয়ে বিয়ে করেন। তাঁদের অন্তরঙ্গ অনুষ্ঠানের পর একটি প্রীতিভোজের উৎসবও হয়েছিল। সেখানে বলিউডের অসংখ্য সেলিব্রিটি উপস্থিত ছিলেন। রিসেপশনে উপস্থিত ছিলেন সলমন খান, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, সায়রা বানু, কাজল, অদিতি রাও হায়দারি-সহ আরও অনেকে। গাঁটছড়া বাঁধার আগে সাত বছর চুটিয়ে প্রেম করেছিলেন সোনাক্ষী ও জাহির।