বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonakshi-Zaheer: মুসলিম, বয়সে ২ বছরের ছোট ছেলে বিয়ে করায় বিতর্ক! জাহিরের হাতে জুতো ধরাল সোনাক্ষী

Sonakshi-Zaheer: মুসলিম, বয়সে ২ বছরের ছোট ছেলে বিয়ে করায় বিতর্ক! জাহিরের হাতে জুতো ধরাল সোনাক্ষী

এ কী কাণ্ড সোনাক্ষী-জাহিরের।

বিয়ের পর ভালোবাসা আরও বেড়েছে সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের। বউয়ের জুতো হাতে দেখা গেল নতুন বরকে। তা দেখে কী মন্তব্য করলেন দাবাং নায়িকা?

২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনাক্ষী সিনহা। ওই দিনেই তাঁর আর জাহির ইকবালের সম্পর্ক ৭ বছরে পা রাখে। আর তাই সেদিনই প্রথমে আইনি বিয়ে ও পরে রিসেপশন পার্টি দিয়েছিলেন এই বলিউড জুটি। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী নিজের এবং তাঁর স্বামী জহিরের একটি ক্লিপ পোস্ট করেছেন। আর সেখানে স্বামীকে ‘গ্রিনেস্ট ফ্ল্যাগ’ বলেও উল্লেখ করেন তিনি। 

কী ছিল সোনাক্ষী-জাহিরের ভিডিয়োতে?

ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছিল, সোনাক্ষী একটি বিল্ডিংয়ের ভিতরে খালি পায়ে হাঁটছেন। জাহির ইকবালকে সোনাক্ষীর হিল হাতে নিয়ে তার সামনে দিয়ে হাঁটতে দেখা যায়। তিনি কিং এর ‘মান মেরি জান’-এর ক্লিপটি ব্যাকগ্রাউন্ড গান হিসাবে রেখেছেন। ক্লিপটিতে দেখা যায়, জাহির বউকে ভিডিয়ো করতে দেখে হেসে ফিরে দেখায়। আর এই ভিডিয়োতে জাহিরকে 'সবুজতম পতাকা' বললেন সোনাক্ষী। 

আরও পড়ুন: মুখে ধরছেন মদের গ্লাস, নিম ফুলের মধুর কৃষ্ণা-মৌমিতা-ললিতার ভোলবদলে অবাক নেটপাড়া

ক্লিপটি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘যখন আপনি গ্রিনেস্ট ফ্ল্যাগকে বিয়ে করেন (মুখের ইমোজি)।’ আর এই পোস্টে জাহিরকেও ট্যাগ করেন তিনি। ধূসর শার্ট, কালো ট্রাউজার ও জুতোয় দেখা গিয়েছে বর বাবাজিকে। আর সোনাক্ষী একটি বেইজ পোশাক পরেছিলেন। 

আরও পড়ুন: ‘গোল্ড মেডেল বেচে খেতে হয়েছে’,প্রবল অর্থকষ্ট,  জীবন লড়াই নিয়ে অকপট ছন্দা চট্টোপাধ্যায়

আইনি সই সাবুদের পরে শিল্পা শেট্টির রেস্তোরাঁ বাস্তিয়ানে একটি রিলেপশন পার্টি দেওয়া হয়েছিল। যেখানে অসংখ্য বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ছিলেন সলমন খান, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, সায়রা বানু এবং রেখা প্রমুখ।

আরও পড়ুন: ‘এ জয় যেমন আমার, তেমনই তোমারও…’! বিশ্বকাপ জিতেই অনুষ্কার ভালোবাসায় ডুব বিরাটের

বিয়ের পরে সোনাক্ষী এবং জাহিরের ইনস্টাগ্রাম পোস্ট

বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কী দারুণ সেই দিন! প্রেম, হাসি, একতা, উত্তেজনা, উষ্ণতা মিশ্রণের পাশাপাশি আমাদের প্রত্যেক বন্ধু, পরিবার এবং কাছের মানুষদের সমর্থন ছিল… । এটা এমন একটা দিন যেদিন এই মহাবিশ্বে প্রেমে ভেসে থাকা দুটি মানুষের জীবন একত্রিত হল, যেটা তাঁরা সবসময় আশা করে ছিলেন , কামনা করেছেন এবং প্রার্থনা করেছিলেন। যদি এটা ঐশ্বরিক হস্তক্ষেপ না হয়... তাহলে কি তা আমরা জানি না। আমরা দুজনেই একে অপরকে পেয়ে সত্যিই ধন্য এবং এত ভালবাসা আমাদের রক্ষা করবে।’

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ… RG Kar কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.