বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonakshi-Zaheer: বিয়ের ১ সপ্তাহও কাটেনি, হাসপাতালে দৌড়ালেন জাহির-সোনাক্ষী, শত্রুঘ্ন কন্যা কি মা হচ্ছেন?

Sonakshi-Zaheer: বিয়ের ১ সপ্তাহও কাটেনি, হাসপাতালে দৌড়ালেন জাহির-সোনাক্ষী, শত্রুঘ্ন কন্যা কি মা হচ্ছেন?

সোনাক্ষী-জাহির

ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, সোনাক্ষী কি তবে অন্তঃসত্ত্বা ছিলেন? কেউ লিখেছেন, 'আলিয়াও তো রণবীরের সঙ্গে বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। সোনাক্ষীরও কি সেই একই হাল?'  কারোর কথায়, ‘বেবি আসছে? এই জন্যই কি চটজলদি বিয়ে?’

সম্প্রতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের ভিনধর্মে বিয়ে নিয়ে কিছু কম আলোচনা হয়নি। তবে সব বিতর্ক, জল্পনা ভুলে দুই পরিবারকে পাশে নিয়ে ২৩ জুন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন, ঘটা করে রিসেপশন পার্টিও দিয়েছিলেন সোনাক্ষী-জাহির। আর বিয়ের পর আরও একবার ফের আলোচনায় এই নবদম্পতি। আর এবার আরও একবার আলোচনায় সোনাক্ষী-জাহির। কিন্তু কেন?

শনিবার সক্কাল সক্কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিয়ো। এদিন নব-দম্পতিকে সাদা মার্সিডিজ গাড়ি করে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখা যায়। যদিও এদিন পাপারাৎজিদের এড়িয়ে হাসপাতাল থেকে ফের বের হয়ে যান তাঁরা। আর তারপরই নানান জল্পনা ছড়াতে শুরু করে।

ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, সোনাক্ষী কি তবে অন্তঃসত্ত্বা ছিলেন? কেউ লিখেছেন, 'আলিয়াও তো রণবীরের সঙ্গে বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। সোনাক্ষীরও কি সেই একই হাল?' কারোর কথায়, জাহির-সোনাক্ষী যদি বাবা-মা হতে চলেন, সেটাও তো ভালো খবর। এতে এত প্রশ্নের কী আছে!' কারোর কথায়, ‘বেবি আসছে? এই জন্যই কি চটজলদি বিয়ে?’ কারোর মন্তব্য, ‘সোনাক্ষী তাহলে অন্তঃসত্ত্বা?’ আবার কেউ এখানেও ‘হবু সন্তানের ধর্ম কী হবে’? তা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি।

আরও পড়ুন-প্রাক্তন কঙ্কনা নতুন প্রেম করছেন! নতুন সম্পর্কে ‘না’ রণবীরের, কী ভবিষ্যৎবাণী করলেন ট্যারো কার্ড রিডার?

এদিকে সম্প্রতি জাহিরের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে যাঁরা 'লাভ-জিহাদ'-এর প্রশ্ন তুলেছেন, তাঁদেরকে সম্প্রতি জবাবও দিয়েছেন সোনাক্ষী সিনহা। তবে সোজাসুজি নয়, একটু অন্যভাবে। ইনস্টাগ্রামে অভিনেত্রী, অ্যানিমেটর প্রসাদ ভাটের তৈরি একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টেটিতে বলা হয়েছিল প্রেম সর্বজনীন ধর্ম, যা জীবনের বিভিন্ন স্তরের মানুষকে আবদ্ধ করে। আর প্রসাদ ভাটের তৈরি সেই পোস্টটির কমেন্টে নায়িকা লিখলেন, 'সত্যি কথা! এটাই খুব সুন্দর! ধন্যবাদ।'

এদিকে শুরুর দিতে মতানৈক্য থাকলেও মেয়ের বিয়েতে তাঁর পাশেই ছিলেন সোনাক্ষী সিনহা। তিনিও লাভ-জিহাদ কটাক্ষে ট্রোলারদের জবাব দিয়েছেন। লিখেছেন, এর আগে শক্রঘ্ন সিনহাও ট্রোলারদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘নিজের চরকায় তেল দিন আপনারা। আনন্দ বক্সী সাহেব খুব সুন্দর লিখেছেন জানেন তো, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় ক্যাহনা। এর সঙ্গে আমি যোগ করব, যাঁরা বলছেন তাঁদের যদি কাজ না থাকে তখন বাজে বকাটাই তাঁদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। আমার মেয়ে কোনও অবৈধ বা অসাংবিধানিক কাজ করেনি।'

বায়োস্কোপ খবর

Latest News

‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন বিকিনিতে বিদেশিনী, বাবার কোলে থাকা খুদে হাঁ! ২বার বিয়ে ভাঙা নায়ককে চিলেন? পুজোয় ত্বকের পাশাপাশি যত্ন নিন নাভিরও, কেন জরুরি এটি ? জানুন উপকারিতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.