অভিনেত্রী জাহির ইকবালকে বিয়ে করার পর অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর প্রথম গণেশ চতুর্থী উদযাপন করতে পেরে অত্যন্ত খুশি। তিনি আন্তঃধর্মীয় বিবাহের জন্য তাকে প্রশ্ন করা ট্রোলদের চুপ করিয়ে দেওয়ার সুযোগটি ব্যবহার করেছিলেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: (‘আধুনিক নারীদের বিষয়ে সমাজের তেমন….’ বিনোদন জগতের কোন কথা ফাঁস করলেন জাভেদ আখতার)
তাঁর বিয়ের ছবি শেয়ার করার পর থেকেই ৩৭ বছরের সোনাক্ষী এবং ৩৫ বছরের জহির তাঁদের আন্তঃধর্মীয় মিলনের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঘৃণার শিকার হয়েছেন। একটা সময় পর তিনি তাঁর কিছু পোস্টে মন্তব্য নিষ্ক্রিয় করেন।
জাহিরের সঙ্গে গণেশ চতুর্থী সেলিব্রেট করলেন সোনাক্ষী
রবিবার অভিনেত্রী কীভাবে গণেশ উৎসব উদযাপন করলেন তার একটি ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেন। তিনি অর্পিতা খান শর্মার গ্র্যান্ড গণপতি উদযাপনে জাহিরের সঙ্গে একসঙ্গে গণেশ আরতি করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
একটি যৌথ পোস্টের মাধ্যমে ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যখন কোনও দম্পতি একে অপরের বিশ্বাসকে সত্যিকারের সম্প্রীতিতে সম্মান জানায় তখন ভালবাসা শ্রদ্ধায় বৃদ্ধি পায় ... বিয়ের পর আমাদের প্রথম গণপতি।’
আউটিংয়ের জন্য, সোনাক্ষী বেছে নেন সিলভার জারদোজি এবং হ্যান্ড এমব্রয়ডারির কাজ সহ একটি টিল ব্লু ফ্লোয়ি আনারকলি, অপরদিকে জাহিরকে নীল এবং সাদা কুর্তায় দেখা যায়।
এক ভক্ত ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘এটি ভালবাসি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘আমি একে অপরের ধর্ম ও আচার-অনুষ্ঠানকে গ্রহণ করতে এবং বিশ্বকে উপেক্ষা করতে পছন্দ করি।’
আরও পড়ুন: (‘সারপ্রাইজ ছিল...’ অক্ষয়-টুইঙ্কেলের বিয়ে নিয়ে কী জানালেন মেহেন্দি আর্টিস্ট বীণা)
আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে সোনাক্ষী সিনহা
কিছুদিন আগে ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী ও জাহির বলেছিলেন, তাঁদের নিজ নিজ ধর্ম কখনও কোনও আলোচনায় অংশ নেয়নি।
বিবাহিত দম্পতি হিসেবে একে অপরের সংস্কৃতি আত্মস্থ করার কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, ‘অবশ্যই! আমার মনে হয় সুন্দর হবে। কিন্তু সত্যিকার অর্থে আমরা একে অপরের থেকে খুব একটা আলাদা নই। আমাদের মূল মূল্যবোধ একই। মূলত, আমাদের বাবা-মা আমাদের ভালো মানুষ হতে এবং ঈশ্বরে বিশ্বাস করতে শিখিয়েছেন, আপনি তাকে যে নামেই জানেন না কেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হওয়া, যে ধরনের মূল্যবোধ আমরা ধারণ করেছি- এ ধরনের মূল্যবোধই আমরা ধারণ করেছি।’
আরও পড়ুন: ('কিস অফ লাভ', গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো)
এই দম্পতিকে নিয়ে সোনাক্ষী সিনহা গত ২৩ জুন পরিবার, বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির সহকর্মী সহ প্রিয়জনদের ঘিরে একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির প্রেমকাহিনী, যা ২৩ শে জুন, ২০১৭ এ শুরু হয়েছিল, একই তারিখে একটি বিবাহের মাধ্যমে শেষ হয়েছিল, এটি একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে।
পরে এই দম্পতি ‘বাস্তিয়ানে’ একটি দুর্দান্ত সংবর্ধনার মাধ্যমে উদযাপন করেছিলেন। মজার ব্যাপার হলো, জাহিরের বাবা ইকবাল রতনসির শৈশবের ঘনিষ্ঠ বন্ধু সলমান খানের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। সলমান জহিরের প্রথম চলচ্চিত্র নোটবুককেও সমর্থন করেছিলেন, যেখানে তিনি প্রানুতন বহেলের সাথে অভিনয় করেছিলেন। হুমা কুরেশির সহ-প্রযোজিত ডাবল এক্সএল ছবিতে একসঙ্গে কাজ করার পর সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক আরও দৃঢ় হয়।