সোনাক্ষী সিনহা জলদিই গাঁটছড়া বাঁধতে চলেছেন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে। আগামী ২৩ জুন তাঁদের বিয়ে। তবে বিয়ের আগে আগামী ১৯ জুন মুম্বইতে তাঁদের সঙ্গীত অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে।
কী জানা গিয়েছে সোনাক্ষী এবং জাহিরের সঙ্গীত নিয়ে?
কিছু সূত্র থেকে জানা যাচ্ছে আগামী ১৯ জুন সোনাক্ষী এবং জাহিরের সঙ্গীত অনুষ্ঠিত হবে। তবে সেখানে তাঁদের ঘনিষ্ট বন্ধু বান্ধব এবং আত্নীয়রা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
সোনাক্ষী এবং জাহিরের আলাপ হয় কোথায়?
জানা যায় সোনাক্ষী এবং জাহিরের আলাপ সলমন খানের একটি পার্টি থেকে হয়েছিল। তাঁরা একসঙ্গে ডাবল এক্সএল ছবিতে কাজও করেছেন। ২০২২ সালে সেই ছবিটি মুক্তি পেয়েছিল।
তাঁদের প্রেমের গুঞ্জন তারপর থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে। এর মাঝে তখন একটি পোস্টে জাহির সোনাক্ষীকে উদ্দেশ্য করে আই লাভ ইউ লেখেন, সেটার উত্তরে সোনাক্ষী আবার আই লাভ ইউ বলেন। প্রায় বছর খানেক ধরে তাঁরা লিভ ইন সম্পর্কে আছেন। এবার সেটাকেই বিয়ের স্তরে নিয়ে যেতে চলেছেন। জানা গিয়েছে ২৩ জুন মুম্বইয়ের দাদার এলাকার বস্তিয়া- অ্যাট দ্য টপে তাঁদের বিবাহ বাসর বসবে।
আরও পড়ুন: অরিজিতের পর এবার শ্রেয়ার গান অথর্ব - শুভর গলায়, বাংলার দুই ছেলের গানে মাতল সুপারস্টার সিঙ্গার ৩
সোনাক্ষীর কাজ
সোনাক্ষী সিনহাকে শেষবার হীরামান্ডি সিরিজে দেখা গিয়েছিল। সঞ্জয় লীলা বনশালির এই সিরিজে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শরমিন শেহগিল, তাহা শাহ বাদুশা, শেখর সুমন, ফারদিন খান, প্রমুখ।