বিয়ের আগে কনের বাড়িতে হয়েছে পুজো, আর বর গিয়েছিলেন মসজিদ। ধর্ম বিশ্বাস যে যার ব্যক্তিগত, তাই হিন্দু কিংবা মুসলিম নয়, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হল জাহির-সোনাক্ষীর বিয়ে। তবে বিয়ের দিনে কোনও জাঁকজমক নয়, এক্কেবারেই ছিমছামভাবে পারিবার ও আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারলেন জাহির-সোনাক্ষী।
তবে বিয়েটা ছিমছাম হলেও জাহির-সোনার রিসেপশন পার্টি কিন্তু ঘটা করেই হবে। বলিউড তারকা থেকে শুরু করে বহু নামী ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন সোনাক্ষী-জাহিরের রিসেপশনে। সোনা-জাহিরের রিসেপশন নিয়ে বেশকিছু তথ্য সামনে এনেছেন ডিজে গণেশ। তিনি জানিয়েছেন, সোনাক্ষী এবং জাহির তাঁদের রিসেপশনে প্রায় ১০০০ জনকে নিমন্ত্রণ রয়েছে। ‘দাদারের বাস্তিয়ান রেস্তারাঁতে আয়োজন করা হয়েছে সোনাক্ষীর রিসেপশন। ভোর ৪টা পর্যন্ত চলবে সেই মিক্স-অফ পার্টি।’ সেই পার্টিতে DJ হিসাবে দায়িত্বে থাকবেন গণেশ। যিনি কিনা সম্প্রতি প্রযোজন জ্যাকি ভাগনানি ও রকুল প্রীত সিং-এর বিয়েতেও পারফর্ম করেছিলেন।
এদিকে রবিবার পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্ট 'অওরিয়েত'-এ এই বিয়ের অনুষ্ঠান হয়। শধুমাত্র সইসাবুদ করেই বিয়ে করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন শুধু পাত্র-পাত্রীর পরিবার। এদিন বিয়ে নিয়ে বিবাদ, অভিমান ভুলে 'লাডলি' সোনাক্ষীর পাশে দাঁড়িয়ে তাঁকে আগলে রাখলেন বাবা শত্রুঘ্ন সিনহা। বিয়ের সময় বলিপাড়া থেকে উপস্থিত ছিলেন শুধুমাত্র অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ ও হুমা কুরেশিরা। আইনি বিয়ের সময় সোনাক্ষী পরেছিলেন প্যাস্টেল রঙের শাড়ি, আর জাহিরের পরনে ছিল সাদা চিকন কাজের শেরওয়ানি।বিয়ের পর পাপারাৎজিদের মিষ্টিও বিলি করলেন নব-দম্পতি।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লেখেন, ‘এই দিনেই, সাত বছর আগে (২৩.৬.২০১৭)তে একে অপরকে চোখে হারিয়েছিলাম। আমরা এই ভালবাসাকে শুদ্ধ রূপ দিয়েছিলাম, এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই ভালবাসা আমাদের সমস্ত বাধা পার করে এই জায়গায় নিয়ে এসেছে… যেখানে আমাদের দুজনের পরিবার এবং আমাদের নিজ নিজ দেবতার (ঈশ্বর-আল্লা) আশীর্বাদে… আমরা এখন স্বামী এবং স্ত্রী। এই বন্ধন এখন থেকে অনন্তকাল পর্যন্ত থাকবে…। সোনাক্ষী-জাহিরের বিয়ে ২৩.৬.২০২৪।’
ইতিমধ্যেই সোনাক্ষী ও জাহিরের বিয়ের নানান মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। এই বিয়েতে হাজির ছিলেন সোনাক্ষীর প্রিয় বন্ধু হানি সিং। শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেলে হবে সোনাক্ষীর গ্র্যান্ড রিসেপশন। এদিকে সোনাক্ষীর বিয়েতে শত্রুঘ্ন সিনহা ও পুণম সিনহা উপস্থিত থাকলেও অভিনেত্রীর দুই ভাই লব ও কুশকে এদিন কোথাও দেখা যায়নি।