আপাতত বলিউডে জোর চর্চায় সোনাক্ষি সিনহা ও তাঁর চর্চিত মুসলিম প্রেমক জাহির ইকবালের বিয়ে। বলিউডে ভিন্ন ধর্মে বিয়ে কোনও নতুন কথা নয়। তবে সোনাক্ষি পরিবারের তরফে এখনও এই নিয়ে কোনও বক্তব্য সামনে আনা হয়নি। সোনাক্ষির বাবা শত্রুঘ্ন সিনহা তো অস্বীকার করেছেন মেয়ে তাঁকে কিছু জানিয়েছে তা নিয়ে। আর নায়িকার ভাইও রেগে কাঁই।
তবে বর্তমানে একজন রেডিয়েটর একটি ভয়েস ক্লিপ আনলেন সামনে। যা আসলে সোনাক্ষি ও জাহিরের তরফে একটি অডিয়ো ইনভাইট। সেখানে দুজন নিজেদের বিয়েতে শিলমোহর দিয়ে বলছেন, তাঁরা ‘সেই মুহূর্তে পা রাখতে প্রস্তুত’ যখন তাঁরা ‘অফিসিয়ালি স্বামী-স্ত্রী’ হয়ে উঠবে।
আরও পড়ুন: এরকম শাশুড়িই তো চাই! মহা সমাদরে বউমা ষষ্ঠী হল শ্রুতির, সোহাগ স্বর্ণেন্দুর মায়ের
রেডিটের ওই পোস্টে সোনাক্ষি ও জহিরের ছবি সহ একটি টাইটেল কার্ড দেখা যায়। কার্ড ইনভাইটে একটি কিউআর কোডও রয়েছে, যাতে দুজনের পক্ষ থেকে তাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে গিয়েছে একটি বার্তা। সোনাক্ষি বলেছেন, ‘আমাদের সমস্ত টেক-স্যাভি এবং জাসুস (গোয়েন্দা) বন্ধু এবং পরিবার যারা এই পৃষ্ঠায় অবতরণ করতে পেরেছেন, হাই!’ এরপর জহির বলে ওঠেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি, সমস্ত আনন্দ, ভালবাসা, হাসি এবং অনেক অ্যাডভেঞ্চার আমাদের এই বিশেষ মুহূর্তে নিয়ে এসেছে।’
আরও পড়ুন: নেপোটিজম নিয়ে হয়েছিলেন অপমান! কঙ্গনার চড় কাণ্ডে বড় সুযোগ পেলেন করণ জোহর
এরপর সোনাক্ষি বলেন, ‘সেই সময় চলে এসেছে যখন আমরা আর একে অপরের চর্চিত প্রেমিক-প্রেমিকা থাকব না’। তাতে জাহির যোগ করেন, ‘অফিসিয়ালি একে-অপরের স্বামী-স্ত্রী হয়ে যাব।’ আর নোট শেষ হয়, ‘অবশেষে! এই উদযাপনটি আপনাকে ছাড়া সম্পূর্ণ হবে না। তাই আপনি ২৩ জুনের সব কাজ বাদ দিন। আর আমাদের সঙ্গে পার্টিতে যোগ দিন।’
আরও পড়ুন: ‘যেভাবে দিন দিন বিদ্বেষ…’, মোদীর মাথায় মুসলিমদের ফেজ টুপি দেখতে চান নাসিরুদ্দিন
এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আয়ুশ শর্মা, হুমা কুরেশি, বরুণ শর্মা, ফারদিন খান, তাহা শাহ বাদুশা, অদিতি রাও হায়দারি, শরমিন, সঞ্জয় লীলা বানশালিরা। সোনাক্ষি এবং জহির ২০২২ সালের ডাবল এক্সএল ছবিতে অভিনয় করেছিলেন। দুজন এখনও তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। তবে তাদের ইনস্টাগ্রাম ফিড একে অপরের ছবিতে ভরা।
সোনাক্ষিকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বনশালির নেটফ্লিক্স ওয়েব সিরিজ 'হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ।