এখন পুরোটাই যেন হানিমুন পিরিয়ড! সদ্যই গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তারপরই কখনও তাঁরা বালি, কখনও আবার অন্যত্র ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি তাঁদের তেমনই একটি ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জাহির। সেখানেই দেখা গেল তাঁদের ছবি নষ্ট করেছে একজন, না না। সে কোনও মানুষ নয়। বরং একজন ভাল্লুক।
আরও পড়ুন: 'আমার এখন ঝাড়া হাত পা…', কৌন বনেগা ক্রোড়পতি -তে এসে কীভাবে জীবন বদলে গেল ব্রেন টিউমারে আক্রান্ত নরেশির?
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, রাজন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে রেট! পুলিশে
কী লিখেছেন জাহির?
হাজির এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি এবং সোনাক্ষী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। আর মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে একটা ভাল্লুক। তাঁদের এই নতুন অ্যাডভেঞ্চারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহির লেখেন, 'একটা ছেলে, তাঁর প্রেমিকা আর একটা ভাল্লুক।' তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন সোনাক্ষীর প্রিয় বন্ধু তথা অভিনেত্রী হুমা কুরেশি। তিনি এদিন এই পোস্টের কমেন্টে বক্সে লেখেন, 'কিন্তু তোমার প্রেমিকা কাচের পিছনে কেন?' অর্থাৎ তিনি সোনাক্ষী নয়, জাহিরের প্রেমিকা হিসেবে এখানে ভাল্লুককে বুঝিয়েছেন। রিচা চাড্ডা লেখেন, 'খুব মজা করো।'
আরও পড়ুন: 'পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন...', আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ তনিমার
কেবল ট্রিপ নয়, জাহির ইকবাল সম্প্রতি তাঁদের বিয়ের একটি অদেখা ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'পরিবার, বন্ধু, ভালোবাসা, হাসি, মজা, বাচ্চারা, আনন্দের কান্না, উষ্ণ জড়িয়ে ধরা, উত্তেজনা, উদ্বেগ, ইমোশন এবং সব থেকে জরুরি নিখাদ আনন্দ ছিল। এটাই ছিল শাদি কা ঘর। একদম পারফেক্ট ছিল সবটা। আর এটাই আমরা ছিলাম।' তাঁদের গত জুন মাসে বিয়ে হয়েছে। আইনি মতে বিয়ে সেরেছেন তাঁরা।
আরও পড়ুন: 'রানি মা' আবারও ফিরছেন ছোট পর্দায়! এবার কোন ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে?
প্রসঙ্গত সোনাক্ষী সিনহা ২০১০ সালে দাবাং ছবির হাত ধরে ডেবিউ করেছেন। এরপর তাঁকে দাবাং ২, হলিডে, কলঙ্ক, লুটেরা, মিশন মঙ্গলের মতো একাধিক সুপারহিট ছবিতে দেখা গিয়েছে। তিনি সম্প্রতি হীরামান্ডি সিরিজের হাত ধরে OTT মাধ্যমে ডেবিউ করেছেন।