বলিউডের মহারথী শত্রুঘ্ন সিনহার মেয়ে হয়েও কেন এতটা সাদামাটাভাবে বিয়ে করেছিলেন সোনাক্ষি? প্রশ্ন ছুঁড়েছিলেন অনেকেই। জাহির ইকবালকে বিয়ে করা নিয়ে, ভাই লব সিনহার সঙ্গে সোনাক্ষির মতবিরোধের জল্পনা উঠলেও, তা ধামা চাপা পড়ে যায়। বোনের বিয়ের কোনও অনুষ্ঠানে না আসার কারণ জানতে চাইলেও যথাযথ উত্তর মেলেনি। সোনাক্ষি ও জাহিরের বিয়ের এক মাস বাদে সামনে এল সত্যিটা।
ঠিক কোন কারণে এতটা সাদামাটাভাবে বিয়ে সারলেন সোনাক্ষি
সোনাক্ষি সিনহা ও জাহির ইকবালের বিয়ের দুই মাস অতিক্রান্ত। জুনের শেষ সপ্তাহে খুব সাদামাটাভাবে বিয়ে করেন এই জুটি। হাজারও ট্রোল, সমালোচনা এড়িয়ে জাহিরের সঙ্গে নিজের সাত বছরের দীর্ঘ সম্পর্ককে সম্পূর্ণ নাম দেন সোনাক্ষী। শুধুমাত্র নিজের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে করেছিলেন নায়িকা। উভয় রিসেপশনে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন অতিথিই উপস্থিত ছিলেন। কিন্তু এত লুকোচুরি অনাড়ম্বর কেন? এবার আসল কারণটা খোলসা করলে অভিনেত্রী।
গালাতা ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সোনাক্ষি জানান যে তাঁর ভাই কুশের কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং করবেন না। ভাই কুশের বিয়ের পরই এই তিনি খুব সাদামাটা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাইয়ের বিয়ের পরই সোনাক্ষী স্পষ্টভাবে মা পুনমের কাছে এ কথা স্পষ্টও করেছিলেন। সোনাক্ষি আরও বলেন, সেলিব্রেটি হয়েও ধুমধাম করে বিয়ে না করতে চাওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ঠিক কীভাবে তিনি বিয়ে করতে চান, এ বিষয়ে ভালোভাবেই জানতেন নায়িকা। অভিনেত্রীর কথায়, '২০১৫ সালে, আমার ভাইয়ের (কুশ) বিয়ে হয়েছিল, যা ছিল একটি জমকালো ভারতীয় বিয়ে। আমার ভাইয়ের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ জন লোক উপস্থিত হয়েছিল। এই বিয়ের পর মাকে প্রথম যেটা বলেছিলাম, আমার বিয়েটা এমন হবে না।'
অভিনেত্রীর বন্ধুরা, তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছিল। যদিও বন্ধু হুমা কুরেশি ও স্টাইলিস্ট-বন্ধু মোহিত একটু হতাশই হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে মানিয়ে অত্যন্ত সাদামাটাভাবেই বিয়ে সারেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। আরও একটা বিষয় হল, সোনাক্ষির ভাই কুশ রিসেপশনে উপস্থিত ছিলেন, কিন্তু লব বোনের বিয়ের কোনও অনুষ্ঠানে যোগ দেননি। এবার কেন দেননি, সে উত্তর আজও অধরা।