মুক্তি পেতে চলেছে সোনালি বেন্দ্রে অভিনীত নতুন ওয়েব সিরিজ দ্য ব্রোকেন নিউজ। আর এই সিরিজে তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। আর সেটি মুক্তি পাওয়ার আগেই অভিনেত্রী জানালেন তিনি নাকি হলুদ সাংবাদিকতার শিকার। জানান ৯০ এর দশকে তাঁকে নিয়ে যা যা খবর রটেছে তার অধিকাংশই ফেক।
গসিপ নিয়ে কী বললেন সোনালি?
সম্প্রতি নিউজ ১৮ এর মুখোমুখি হয়েছিলেন সোনালি বেন্দ্রে। সেখানে তিনি জানালেন যে তিনি হলদে সাংবাদিকতার শিকার হয়েছিলেন অতীতে। জানান তাঁকে নিয়ে ৯০ এর দশকে যে যে কথাগুলো রটেছিল সেগুলো সবই মিথ্যে। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একাধিক প্রেম চর্চা, সহ অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে ঝগড়া, ইত্যাদি মাঝে মধ্যেই খবরের শিরোনামে থাকলেও সেগুলো অধিকাংশই মিথ্যে ছিল বলে তাঁর দাবি। সোনালি আরও জানান তখন তাঁকে নিয়ে যা যা খবর রটেছিল সেগুলোতে তাঁর হাত ছিল না। যদিও আজকাল এমনটা অনেক অভিনেত্রীরা নিজেরাই জেনে বুঝে করান খবরে থাকার জন্য।
আরও পড়ুন: ব্যারাকপুরে লালের হাল ফেরাতে বদ্ধপরিকর দেবদূত, এবার হুডখোলা গাড়িতে সহকর্মীর হয়ে প্রচার শ্রীলেখার
সোনালি আরও জানান তাঁকে সমানে চাপ দেওয়া হতো যাতে তিনি তাঁর অতীত জীবন সম্পর্কে, পরিবার বেড়ে ওঠার সম্পর্কে নানা মনগড়া কথা বলেন। কিন্তু সেসব তিনি করেননি কখনই। বরং নিজের মধ্যবিত্ত শিকড়ের সঙ্গেই সবসময় জুড়ে থাকতে চেয়েছেন।
প্রসঙ্গত সোনালি বেন্দ্রের সঙ্গে নানা সময় রাজ ঠাকরে থেকে শুরু করে, সুনীল শেট্টির নাম জড়িয়েছে। কিন্তু অভিনেত্রীর দাবি সেসব সঠিক তথ্য নয়।
দ্য ব্রোকেন নিউজ প্রসঙ্গে
দ্য ব্রোকেন নিউজ সিরিজটির পরিচালনা করেছেন বিনয় ওয়াইকুল। এখানে সোনালি ছাড়াও রয়েছেন জয়দীপ আহলাওয়াট, শ্রিয়া পিলগাওকর, জয় উপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ। এটি ৩ মে মুক্তি পাচ্ছে।