একসঙ্গে অনেক বাসন থাকলে যেমন ঠোকাঠুকি লাগে তেমনই একসঙ্গে কাজ করতে গেলে, সংসার করতে গেলে ছোটখাটো ঝামেলা অশান্তি হয়েই থাকে। মনোমালিন্য হয় সহকর্মীদের সঙ্গে, আবার মিটেও যায়। এদিন দিদি নম্বর ১ -এর মঞ্চে এসে তেমনই এক গল্প শোনালেন অভিনেত্রী সোনালি চৌধুরী।
রচনা বন্দ্যোপাধ্যায়ের গেম শোতে এদিন সোনালি চৌধুরী, পুষ্পিতা চট্টোপাধ্যায়, রি সেন, এবং বুলবুলি পাঁজা এসেছিলেন। সেখানেই সোনালি তাঁর অন্যতম ভালো বন্ধু তথা সহকর্মী পুষ্পিতার একাধিক গোপন কথা ফাঁস করে দেন। তিনি জানান পুষ্পিতা চট্টোপাধ্যায় নাকি বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর ভীষণ ক্রাশ খেতেন। বিয়ের ফুল ছবিতে অভিনয় করার সময় নাকি তাঁর চোখের পাতা দেখে প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি। সোনালি বন্ধুর এই গোপন কথা ফাঁস করে দেওয়ায় হাসির ধুম পড়ে যায় মঞ্চে।
একই সঙ্গে তিনি এদিন জানান তাঁদের মধ্যে কোনও এমনই প্রতিযোগিতা বা অসুবিধা ছিল না। কিন্তু কিছু মানুষের জন্য তাঁদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। সোনালি এদিন কথায় কথায় বলেন, 'অনেকেই ভাবেন দুই অভিনেত্রীর মধ্যে ক্যাট ফাইট থাকে বা কিছু। আমাদের মধ্যে কিন্তু কোনও অশান্তি তেমন ছিল না। কিন্তু মাঝে কিছু মানুষ আসে যারা ভুল বোঝাবুঝি বাড়িয়ে দেয়। আমাদের মধ্যেও তাই হয়েছিল। আমরা তখন ৫-৬ বছর কোনও কথা বলিনি। তবে দিদি নম্বর ১ -এর সিজন ১ যখন পুষ্পিতা সঞ্চালনা করছিল তখন আমি গেস্ট হয়ে এসেছিলাম। ও তখন নিজে এসে আমাদের সম্পর্কটা আবার ঠিক করেছিল। এটা আমার খুব ভালো লেগেছিল।'
আরও পড়ুন: ডাক্তার দেখাতে গেলেই তাঁর প্রেমে পড়ে যান রি! দিদির মঞ্চে ফাঁস গোপন তথ্য!
আরও পড়ুন: বর হিসেবে ফুল মার্কস! গুড বয় সাগ্নিকের কী কী প্রশংসা করল তাঁর স্ত্রী?
এরপর সোনালিকে পুষ্পিতাকে গিয়ে জড়িয়ে ধরতে দেখা যায়। এদিনের অনুষ্ঠানের এই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এটাই, সব সম্পর্কেই তৃতীয় ব্যক্তি এসে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দেয়, আর কখনও সেটা এমন ভাবে বাড়িয়ে দেয় যে সেটা আর ঠিক করা যায় না।' কেউ আবার ইতিবাচক ভাবে বিষয়টা দেখে বলেন, 'ভালোবাসার সম্পর্কগুলিকে এভাবে কাঠি করে নষ্ট করা যায় না।'