বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonali Kulkarni: এই ঘটনা শিক্ষা দিল- ভারতীয় মহিলাদের 'অলস' বলে কটাক্ষ সোনালির, অবশেষে ক্ষমা চাইলেন

Sonali Kulkarni: এই ঘটনা শিক্ষা দিল- ভারতীয় মহিলাদের 'অলস' বলে কটাক্ষ সোনালির, অবশেষে ক্ষমা চাইলেন

ভারতীয় মহিলাদের অলস বলে কটাক্ষ সোনালির, অবশেষে ক্ষমা চাইলেন

Sonali Kulkarni: কিছুদিন আগেই ভারতীয় মহিলাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন সোনালি কুলকার্নি। বলেছিলেন তাঁরা নাকি মোটা মাইনের স্বামী চান। এবার সেই মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন অভিনেত্রী।

কিছুদিন আগেই সোনালি কুলকার্নি ভারতীয় মহিলাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। বলেন ভারতীয় মহিলারা অলস। তাঁরা মোটা মাইনের স্বামী চান। তাঁর এই মতামতের জেরেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ তাঁকে সমর্থন করেছেন, কেউ আবার তাঁর কথার তীব্র প্রতিবাদ করেছেন। তিনি যেটা একটি অনুষ্ঠানে বলেছেন সেটা কেউই নিছক হালকা চালে নেননি। ফলে বাধ্য হয়ে অভিনেত্রী ক্ষমা চান।

সোনালি ক্ষমা চেয়ে এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সবাইকে জানাই আমি অভিভূত হয়ে গিয়েছি এত প্রতিক্রিয়া পেয়ে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সংবাদমাধ্যমকে যাঁরা গোটা বিষয়টাকে অত্যন্ত ম্যাচিওরিটির সঙ্গে হ্যান্ডেল করেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন। একজন মহিলা হয়ে আমি অন্য মহিলাদের অনুভূতিকে আঘাত করতে চাইনি। বরং আমি বহুবার মহিলাদের সমর্থনে কথা বলেছি। মহিলা হওয়ার অর্থ কী সেটা বলেছি। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যাঁরা ব্যক্তিগত ভাবে আমায় যোগাযোগ করে নিজেদের মতামত জানিয়েছেন, সে আমার সমালোচনা হোক বা প্রশংসা। আশা করি আগামীতে আমরা আরও বেশি নিজেদের ভাবনা শেয়ার করতে পারব।'

তিনি তাঁর এই পোস্টে এদিন আরও লেখেন, ' আমি আমার সামর্থ্য অনুযায়ী ভাবার এবং সমর্থন করার চেষ্টা করছি, কেবল মহিলাদের নয়, গোটা মানবজাতির। এটা আমাদেরই আরও শক্তিশালী করে তুলবে যদি আমরা আমাদের ভুলগুলো শুধরে, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি, বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে পারি। আমরাই একটি ভালো, উন্নত, আনন্দের পরিবেশ তৈরি করতে পারি থাকার জন্য। বাঁচার জন্য।'

তিনি সবশেষে ক্ষমাও চান, 'আমি আমার কথা বলে কাউকে যদি আঘাত করে থাকি তাহলে আমি আমার মন থেকে ক্ষমা চাইছি। আমি কোনও শিরোনামে আসতে চাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি জীবন সুন্দর। ধন্যবাদ আমায় সমর্থন করার জন্য। আমি এই ঘটনা থেকে অনেক কিছু শিখলাম।'

কী বলেছিলেন তিনি কদিন আগে? অভিনেত্রীর একটি ইভেন্টে কিছুদিন আগে বলেন, ' ভারতে আমরা কখনও ভুলে যাই যে কিছু মহিলারা ভীষণ অলস। তাঁরা কেবল মত মাইনের, ভালো বাড়ি আছে, যাঁরা তাঁদের অর্থনৈতিক ভাবে সাহায্যে করবে এমন প্রেমিক বা স্বামী চান।' তাঁর এই মন্তব্যের পরেই সোনা মহাপাত্র থেকে উরফি জাভেদ সহ অনেকেই সমালোচনা করেছেন তাঁকে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন