অন্তর্বাস নিয়ে সমাজে ছুৎমার্গের শেষ নেই। কোনও কারণে অসাবধানতাবসত জামার ফাঁক দিয়ে স্ট্র্যাপ দেখা গেলেই উঠে যায় গেল গেল রব। অন্তর্বাস নিয়ে অনেকে খোলামেলা ভাবে কথা বলতেও ভয় পান। যদি কেউ চটুল মনে করে, এই ভেবে অনেকে গলার স্বর যতটা আসতে করা যায়, ততটা আসতে করে এই বিষয়ে কিছু বলেন বা কেনাকাটা করেন। যদিও সময় কিছুটা হলেও এগিয়েছে, এখন অনেকেই খোলামেলা ভাবে এই বিষয়ে কথা বলেন। কিন্তু সেই সংখ্যাটা একেবারেই হাতে গোনা। তবে এবার এই সব ধারণা নস্যাৎ করে, সমাজ মাধ্যমের পাতায় নিজেকে অন্তর্বাসেই মেলে ধরলেন ফ্যাশন ও লাইফস্টাইল ভ্লগার, ইনফ্লুয়েন্সার সোনালি মিত্র।
বর্তমানে স্যোশাল মিডিয়ায় ফ্যাশন ও লাইফস্টাইল ভ্লগার সংখ্যা কিছু কম নয়। তাঁদের নিত্য নতুন সাজ থেকে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস পেয়ে অনেকেই ভীষণ ভাবে উপকৃত হন। সমাজ মাধ্যমে তাঁদের অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। সে রকমই একজন ফ্যাশন ও লাইফস্টাইল ভ্লগার হলেন সোনালি মিত্র। এবার তিনি বোল্ড লুকে সকলের নজর কেড়েছেন।
আরও পড়ুন: ‘পুরুষের সাফল্যকে অতিক্রম…’, দেবের সঙ্গে রুক্মিণীর বিচ্ছেদ কি সম্ভব? মুখ খুললেন নায়িকা
কী ছবি পোস্ট করেছেন সোনালি?
ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন, শাড়ি হোক বা সালোয়ার কিংবা একেবারে মিনি স্কার্ট থেকে গ্রাউন বা জিন্স টপে নানা লুকে এর আগে সমাজ মাধ্যমের পাতায় ধরা দিয়েছেন সোনালি। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার -সহ নানা টিপস তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাছাড়াও দেন নানা রকম সাজ বা স্টাইলিংয়ের আইডিয়া। তবে এবার একেবারে অন্য অবতারে স্যোশাল মিডিয়ায় নিজেকে মেলে ধরেছেন তিনি। অন্তর্বাস পরে হট লুকে সকলের নজর কেড়েছেন সোনালি।
আরও পড়ুন: কপালে বড় সিঁদুরের টিপ, নাকে মারাঠি নথ! 'ছাভা'র ‘ইয়েসুবাঈ’-এর ভূমিকায় নজরকাড়া রশ্মিকা!
অন্তর্বাস পরে একাধিক ছবি তুলে তিনি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ছবিতে দেখা গিয়েছে তাঁর পরনে ছিল কালো রঙের একটি অন্তর্বাস ও সাদা রঙের প্যান্ট। কখন চুল খুলে আবার কখনও চুল বেঁধে ছবি তুলেছেন তিনি। কখনও বা অন্তর্বাসের স্ট্র্যাপ যা নিয়ে নীতিপুলিশদের কথার শেষ নেই তা কাঁধ থেকে সরিয়ে মুখে একরাশ রহস্যময়ী হাসি নিয়ে ধরা দিয়েছেন ছবিতে। আবার কখনও খোলা পিঠে অন্তর্বাস পরে ধরা দিয়েছেন। ছবিগুলি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'আমি আমার কমফোর্ট জোনে ধরা দিয়েছি।'
কে কী লিখছেন?
তাঁর এই সব ছবি সমাজ মাধ্যমের পাতায় আসতেই হয়েছে ভাইরাল। অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন একজন লিখেছেন, ‘তোমাকে অসাধারণ লাগছে।’ আর একজন লেখেন, 'তোমার হাসিতে আমি খুন।' আর একজন লেখেন, 'হট লাগছে'।