মুম্বইয়ে কোলাবায় করণ জোহরের রেস্তরাঁয় বড় করে ডিনার পার্টির আয়োজন। আমন্ত্রিত ছিলেন বলিউড একাধিক নামী-দামী ব্য়ক্তিত্ব এবং স্টার কিডরাও। শুক্রবার কোলাবার নিউমা রেস্তোরাঁয় ডিনার পার্টিতে যোগ দিয়েছেন সোনম কাপুর, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, অনন্যা পান্ডে, শ্বেতা বচ্চন, রিয়া কাপুর, করণ জোহর এবং শানায়া কাপুর।
মণীশ মালহোত্রা, শর্বরী ওয়াঘ, সীমা খান, তৃপ্তি ডিমরি, মাহিপ কাপুর, নন্দিতা মোহতানি, ধৈর্য্য কারওয়া, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি সহ আরও অনেকেই এই পার্টিতে প্রবেশ করতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন। এ দিন সকলেই গ্ল্যামারাস পোশাকে হাজির হয়েছেন। কে কেমন সেজে তারকা খচিত ডিনার পার্টিতে এসেছেন, দেখে নিন-
আরও পড়ুন: মেয়ের সঙ্গে প্রথম ছবি, কোন ‘রেসিপি’তে তৈরি একরত্তি দেবী, নিজেরাই জানালেন বিপাশা-করণ
বরফ-নীল রঙের মিডি পোশাকে এ দিন পার্টিতে যোগ গিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। গলার কাছে যেন কোনও শাল দিয়ে বন্ধনী করা। ডিনার আউটিংয়ে যেন তাঁকে পোশাকে হলিউডি গ্ল্যামারের ছোঁয়া রয়েছে। দেখুন সোনম কাপুরের আউটফিট-
অনন্যা পান্ডে ডিনার পার্টিতে যোগ দেওয়ার জন্য একটি ট্যানজারিন-হুড মিনি ড্রেস পরেছিলেন। সাদা স্টিলেটো শ্যুয়ে ধরা দেন নায়িকা। দেখুন-
আরিয়ান খান ক্যাজুয়াল পোশাকে ডিনার পার্টিতে যোগ দিয়েছেন। বেইজ ফুল-হাতা সোয়েটশার্ট এবং ডেনিম প্যান্ট বেছে নিয়েছিলেন। সঙ্গে পরেছেন সাদা স্নিকার্স।
শানায়া কাপুর এ দিন দুধ সাদা গ্ল্যামরাস ম্যাক্সি আউটফিট পরেছিলেন-
শর্বরী ওয়াঘকে ওয়াইন-লাল মিডি পোশাকে অপূর্ব দেখাচ্ছিল-

কালো স্যুট-ব্যুট, চোখে মুন গ্লাস, একেবারে গর্জিয়াস লুকে নিজের পার্টিতে করণ জোহর-
পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন নেহা ধুপিয়া-অঙ্গদ বেদী-

দেখুন শ্বেতা বচ্চনের লুক-
তারকা খচিত এই পার্টিতে কার আউটফিট সেরা লাগল আপনার?