বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor and Anand Ahuja Delhi house robbery: সোনমের বাড়ির চুরির কিনারা হল? সন্দেহের তীর বাড়ির এক বাসিন্দার দিকেই

Sonam Kapoor and Anand Ahuja Delhi house robbery: সোনমের বাড়ির চুরির কিনারা হল? সন্দেহের তীর বাড়ির এক বাসিন্দার দিকেই

সোনমের বাড়ির চুরির জন্য সন্দেহের তীর কার দিকে?

পুলিশ গ্রেফতার করল সেই সন্দেহভাজনকে। প্রায় ২.৪ কোটি টাকার চুরির অভিযোগ তাঁর বিরুদ্ধে।

গত ফেব্রুয়ারি মাসে সোনম কাপুর এবং আনন্দ আহুজার দিল্লির বাড়ি থেকে বিপুল টাকার সম্পত্তি চুরি হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ গ্রেফতার করেছে একজনকে। তিনি ওই বাড়িরই এক বাসিন্দা। 

আনন্দ আহুজার পরিবারের তিন সদস্য, তাঁর বাবা-মা এবং ঠাকুমা বাস করেন ওই বাড়িতে। ফেব্রুয়ারি মাসে ওই বাড়ি থেকে বেশ কিছু গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ করেন আনন্দ আহুজার ঠাকুমা। তার পরেই তদন্ত শুরু করে পুলিশ।

শেষ পর্যন্ত তদন্তে পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তিনি ওই বাড়িরই এক বাসিন্দা। তাঁকে এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

কে এই সন্দেহভাজন?

যত দূর জানা গিয়েছে, তিনি পেশায় একজন নার্স। আনন্দের মা প্রিয়া আহুজার দেখাশোনার দায়িত্ব তাঁর উপরেই। তিনি ওই বাড়িতেই আহুজা পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর সঙ্গে তাঁর স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী এক বেসরকারি সংস্থার কর্মচারী।

তাঁধের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দিল্লির ওই বাড়ি থেকে প্রায় ২.৪ কোটি টাকার গয়না এবং নগদ চুরি করেছেন। তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। 

বন্ধ করুন