বাংলা নিউজ > বায়োস্কোপ > আহুজা না কাপুর, সন্তানের পদবি কী হবে? ঠিক করে ফেলেছেন মা হতে চলা সোনম

আহুজা না কাপুর, সন্তানের পদবি কী হবে? ঠিক করে ফেলেছেন মা হতে চলা সোনম

২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

চলতি বছরের সেপ্টেম্বরেই মা হতে চলেছেন বলি-অভিনেত্রী সোনম কাপুর।

আর শুধু খানিকের অপেক্ষা। চলতি বছরের সেপ্টেম্বরেই মা হতে চলেছেন বলি-অভিনেত্রী সোনম কাপুর। প্রথম সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। এদিন নিজেই বেবি বাম্প সহ নেটমাধ্যমে ছবি শেয়ার করে নেটমাধ্যমে সেই সুখবর দিয়েছেন। তবে জানেন কি সন্তানের পদবি ঠিক কী হবে তা বহু আগে থাকতেই ঠিক করে রেখেছিলেন 'নীরজা'-র তারকা!

বরাবরই মনেপ্রাণে নারীবাদী সোনম। কোনওদিনই নিজের মতামত স্পষ্ট ভাষায় জানাতে দু'বার ভাবেননি তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে নানান মন্তব্যের মাধ্যমে নিজের নারীবাদী স্বত্বার প্রমাণ রেখেছেন তিনি। একবার এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে রেখেছেন যে ভবিষ্যতে তাঁদের আগত সন্তানের পদবি ঠিক কী হওয়া উচিত। জানিয়েছিলেন, আলোচনার শেষে ঠিক হয়েছিল রাখা হবে 'সোনম আহুজা'। কেন? সে জবাবও দিয়েছিলেন অনিল-কন্যা।

সোনমের মতে,বিয়ের পর তিনি তাঁর স্বামীর পরিবারের অংশ হয়েছেন। অন্যদিকে, তাঁর স্বামী আনন্দ-ও সোনমের পরিবারের অংশ হয়েছেন। সেইজন্য বিয়ের পরপরই নিজের নাম বদলে সোনম কাপুর আহুজা করে ফেলেছিলেন এই বলি-অভিনেত্রী। পাশাপাশি, আনন্দও বদলে ফেলেছিলেন নিজের নাম। হয়েছেন, আনন্দ সোনম আহুজা। তাই তাঁদের সন্তানের নামের সঙ্গে জুড়ে থাকবে 'সোনম আহুজা'। উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন অভিনেত্রী।

বন্ধ করুন