Sonam Kapoor shares video of breastfeeding son Vayu: সোনম কাপুর করবা চৌথে উদযাপন করেছেন এবার পুরো পরিবারের সঙ্গে। সেদিনকার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ভারী কাজের গোলাপি রঙের লেহঙ্গা পরেছিলেন এদিন। অল্প মেক আপ, খোলা চুল, সোনমের থেকে চোখ ফেরানো দায়! এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেদিকরা বিটিএস ভিডিয়ো। যেখানে দেখা গেল জোর কদমে চলছে মেকআপ, আর তারই মাঝে ছেলেকে ব্রেস্টফিড করাচ্ছেন ‘মাম্মা’।
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন সোনম এবং আনন্দ। গত মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। অগস্টে পুত্রসন্তানের মা হয়েছেন সোনম। ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। আপাতত তিনি মুম্বইতে, আনন্দও দেশে।
সোনমের এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যালে। অনেকেই বলছেন অনিল-কন্যা ‘hands down best mom’। বহু তারকা মন্তব্য করেছে সোনমের সেই পোস্টে। তবে বিশেষ করে চোখ টেনেছে আনন্দের কমেন্ট। সোনমের বর লিখলেন, ‘এটার জন্যই তৈরি হয়েছো তুমি… শক্তিশালী মাম্মা।’
পোস্টের ক্যাপশনে সোনম লিখলেন, ‘সাজগোজ করে, লোকের সঙ্গে দেখা করে, আসল দুনিয়ায় টিমের সঙ্গে ফিরে আমি খুব খুশি। আমার হোম গ্রাউন্ডে ফিরে এসে খুব খুশি। সমস্ত দাগ এবং ফাটল নিয়েই তোমাকে ভালোবাসি মুম্বই। তুমি জাদু।’
সোনম জানিয়েছিলেন করবা চৌথের উপোস করেন তিনি তা পছন্দ করেন না অনুজ। লিখেছিলেন, ‘আমার বর মনে করে, উপোস হলে তা শুধু হবে ইনটারমিটেন্ট। তাই করবা চৌথের উপোস ওর খুব একটা পছন্দের নয়। তাই আমিও কখনও এই ব্রত পালন করিনি। তবে আমরা মনে করি, উৎসব আর পরম্পরাই কাছের মানুষদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। মাকে এই ব্রত পালন করতে দেখেছি। এই রীতির অংশ হয়ে, সাজগোজ করে আমারও ভালো লাগছে।’