কিছুদিন আগেই ছেলের তিন বছরের জন্মদিন পালন করেন সোনম কাপুর। ২০২২ সালের ২০ অগস্ট অভিনেত্রীর কোল আলো করে জন্ম নেয় বায়ু। এবার নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। আবারও দাদু হতে চলেছেন অনিল কাপুর।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই গর্ভাবস্থার বেশ কয়েকদিন অতিক্রম করেছেন অভিনেত্রী। খুব শীঘ্রই নাকি আনুষ্ঠানিক ঘোষণা করবেন এই তারকা জুটি। দ্বিতীয়বার সন্তানের আগমনে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন গোটা পরিবার।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাধা করেন অভিনেত্রী। এরপর ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পরেই মোটামুটি সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে দেন সোনম। সন্তানের দেখাশোনা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরমধ্যেই দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাজানি হতেই অনেকেই বলছেন, এবার তাহলে পাকাপাকি ভাবেই কী নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে নেবেন অভিনেত্রী?
প্রসঙ্গত, চলতি বছরের অগস্ট মাসে সোনম কাপুরের ছেলের তৃতীয় জন্মদিন পালন করা হয় ধুমধাম করে। ছেলের জন্মদিনে অভিনেত্রী একটি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ছেলে। তুমি এইভাবে চিরকাল চিন্তাশীল, দয়ালু, জিজ্ঞাসু এবং মিষ্টি একটা ছেলে হয়ে থেকো। এই ভাবেই চিরকাল সকলকে আনন্দে বেঁধে রেখো।’
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
নাতির জন্মদিনে অনিল কাপুর একটি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বায়ু! পরিবারের সকলকে নিয়ে এই ভাবেই ভালো থেকো। তোমাকে নিয়ে আমরা সবাই খুব গর্বিত। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি।’
উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন অভিনেত্রী। ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’ সিনেমায় সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর থেকেই তিনি মোটামুটি নিজেকে ক্যামেরা থেকে দূরেই রেখেছেন।