Sonam Kapoor in Swara Bhasker's Engagement Party: আইনি বিয়ে জানুয়ারিতেই সেরেছেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ। এবার অনুষ্ঠিত হয়ে গেল তাঁদের বাগদানের অনুষ্ঠান। সেখানেই উপস্থিত ছিলেন অভিনেত্রীর প্রিয় বন্ধু সোনম কাপুর।
1/6গোপনে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি আইনি বিয়ে সারেন অভিনেত্রী। শুধু তাই নয়, মুম্বইয়ে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সারলেন বাগদানও। স্বরা-ফাহাদের বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনম কাপুর।
2/6বাগদানের অনুষ্ঠানে অভিনেত্রীকে একটি মেরুন রঙের সিল্কের শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল ম্যাচ করা সাদা ডিজাইনার ব্লাউজ। টিকলি, টিপ, হারে একদম মিনিমাল সাজে দেখা যায় তাঁকে। অন্যদিকে ফাহাদের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং মেরুন জহর কোট।
3/6তাঁদের একে অন্যকে জড়িয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর কপালে চুমু খাওয়া অবস্থায় একটি ছবিও তোলেন যুবনেতা।
4/6বাগদানের পর আংটির ছবি দেখিয়ে একটি ছবি তোলেন তাঁরা। অভিনেত্রী একটি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে জানান তাঁদের বিয়ের কথা। জানান তাঁরা আগে একে অন্যের বন্ধু, তারপর প্রেমিক। সম্পর্কের নানা মুহূর্তের টুকরো কোলাজ বানিয়ে সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
5/6এদিন তাঁদের বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম কাপুর। তিনি স্বরার প্রিয় বন্ধু। এদিন তাঁর পরনে ছিল সাদা একটি চুড়িদার। সঙ্গে তিনি সিল্কের লাল রঙের বেনারসি ওড়না নিয়েছিলেন সাজ পুরো করতে। তাঁর কানে সোনালি রঙের বড় দুল দেখা যায়। বরাবরের মতোই সিম্পল অথচ গর্জিয়াস অবতারে দেখা যায় তাঁকে।
6/6অন্যদিকে বাগদানের আগে মেহেন্দি পরেছিলেন স্বরা। সেটার ছবি তুলে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে আবার হাতে একটি লাভ চিহ্ন এঁকে দেন।