বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor: হামাগুড়ি দিচ্ছে ছেলে, ছয় মাসে পরতেই বায়ুর ভিডিয়ো পোস্ট করলেন সোনম কাপুর

Sonam Kapoor: হামাগুড়ি দিচ্ছে ছেলে, ছয় মাসে পরতেই বায়ুর ভিডিয়ো পোস্ট করলেন সোনম কাপুর

সোনম পুত্র বায়ু

ছবিতে সোনমকে হলুদ পাজামা আর শার্ট পরে বায়ুকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। ছোট্ট বায়ুর হাতে খেলনা তুলে দিচ্ছেন অভিনেত্রী। আর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবে সবে উল্টোতে শিখেছে ছোট্ট বায়ু, সে কার্পেটের উপর উল্টে গিয়ে বিভিন্ন খেলনা ধরে টানাটানির চেষ্টা করছে। 

অভিনয় থেকে দূরে আপাতত মাতৃত্বের প্রতিটা মুহূর্ত আপাতত চেটেপুটে উপভোগ করছেন সোনম কাপুর। অগস্টেই ছেলে বায়ুর জন্ম দিয়েছেন সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। খুদের নাম তাঁরা রেখেছেন বায়ু কাপুর আহুজা। দেখতে দেখতে সোনম পুত্র বায়ু ছ'মাসে পা দিল। আর সেই সুবাদেই ছেলের সুন্দর কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনিল কন্যা।

সোনমের কাপুর লিখেছেন, ‘’আমার বায়ুর আজ ৬ মাস হল। সন্তানের জন্ম দেওয়া বিশ্বের সেরা কাজ.. আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ.. তোমাকে ভালবাসি আমার প্রিয় পুত্র... তোমার বাবা এবং আমি আর কিচ্ছু চাই না।' এই লেখার সঙ্গে সোনম একটি ছবি ও ভিডিয়ো শেয়াার করেছেন। ছবিতে সোনমকে হলুদ পাজামা আর শার্ট পরে বায়ুকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। ছোট্ট বায়ুর হাতে খেলনা তুলে দিচ্ছেন অভিনেত্রী। আর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবে সবে উল্টোতে শিখেছে ছোট্ট বায়ু, সে কার্পেটের উপর উল্টে গিয়ে বিভিন্ন খেলনা ধরে টানাটানির চেষ্টা করছে। বায়ুকে মসলিনের পাজামা-পাঞ্জাবি পরিয়েছেন সোনম। অভিনেত্রীর এই পোস্টে আনন্দ আহুজা কমেন্টে লিখেছেন ‘পাজামা পার্টি’। ইনস্টা স্টোরিতে ছেলের জন্য উপহার হিসাবে আসা বেশকিছু জামাকাপড়, সাবান, শ্য়াম্পু, খেলানার ছবিও শেয়ার করেছেন সোনম।

এদিকে সোনম একাধিকবার ছেলে বায়ুর ছবি ও ভিডিয়ো শেয়ার করলেও তাতে বায়ুর মুখ প্রকাশ্যে আসতে দেননি। এমনকী অভিনেত্রীর তরফে পাপারাৎজির কাছেও অনুরোধ যায় যাতে তাঁরা বায়ুর ফোটো না তোলেন। আর তাই এক সাক্ষাৎকারে সম্প্রতি সোনমের কাছে জানতে চাওয়া হয় কবে তিনি বায়ুর ছবি সকলের সামনে আনবেন? আর কবেই বা কাজে ফিরবেন?

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম বললেন, ‘সত্যি বলতে এটা চমৎকার একটা বিরতি। আমি অনেক ছোট থেকেই অভিনয় করছি। জলদি ফিরতে চাই। গর্ভবতী হওয়ার ঠিক আগে একটা সিনেমার কাজ করেছিলাম। যা এখন মুক্তি পাচ্ছে। সেটে ফেরার জন্য আমি অপেক্ষায় রয়েছি। সুজয় (সুজয় ঘোষ) আমার আগামী সিনেমার সৃজনশীল প্রযোজক। এটি একটি থ্রিলার ঘরনার ছবি।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বায়ুর ছবি পোস্ট না করার বিষয়ে কথা বলতে গিয়ে সোনম বলেন, ‘ও বড় না হওয়া পর্যন্ত আমি চাইছি না ছবি পোস্ট করতে (ছবি শেয়ার করার কথা)। আমি চাই ও নিজেই সিদ্ধান্ত নিক।’

বন্ধ করুন