উত্তাল বাংলাদেশ। পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির। প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
ঠিক কী লিখেছেন সোনম কাপুর?
সোনম এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন। যেখানে লেখা, 'বাংলাদেশে সংঘর্ষে একদিনে ৬৬ জন মারা গিয়েছেন।' (যদিও বর্তমানে এই সংখ্যা ১০০ ছাড়িয়েছে)। সোনম এই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এটা ভয়ঙ্কর। আসুন সবাই বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’ প্রসঙ্গত সোনমই প্রথম বলি তারকা যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।
বাংলাদেশের পরিস্থিতি
বেশকিছুদিন ধরেই বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়়ে। ১৭ কোটি মানুষের সেই দেশে রবিবার এই হিংসায় অন্তত ১০০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে। রেলওয়ে পরিষেবা, ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে।
গত জানুয়ারিতে নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয় গোটা দেশ। ইতিমধ্যেই এই কঠিন পরিস্থিতিতে হাসিনা পদত্যাগ করেছেন। তিনি দেশ ছেড়েছেন বলেই খবর। বেশ কিছু রিপোর্টের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্ভবত পশ্চিমবঙ্গে আসছেন। ,তাঁর হেলিকপ্টার বাংলাদেশ থেকে রওনা হয়ে গিয়েছে। তবে, কলকাতায় তাঁর আসা নিয়ে কোনও নির্দিষ্ট খবর নেই।
এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় পৌঁছচ্ছেন শেখ হাসিনা? অন্যদিকে, কলকাতায় বিএসএফএর পদস্থ কর্তাদের উপস্থিতি নিয়েও হাসিনার অবস্থান নিয়ে বহু জল্পনা রয়েছে। আর তাই বাংলাদেশের পরিস্থিতির আঁচ লেগেছে এরাজ্যেও। পশ্চিমবঙ্গ সহ অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরার মতো একাধিক রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা ২২১৭ কিলোমিটার, মেঘালয়ের সীমানা ৪৪৩ কিমি, অসমের ২৬২ কিমি, মিজোরামের ৩১৮ কিমি। এই বিপুল সীমানায় জারি হয়েছএ অ্যালার্ট। শোনা যাচ্ছে, বিএসএফএর সমস্ত কর্মী ও অফিসারদের ছুটি বাতিল হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে।