অভিনেত্রী সোনম কাপুর তার স্বামী আনন্দ আহুজা এবং ছেলে বায়ুর সাথে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানিয়েছেন। আর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ফ্যামিলি ভ্যাকেশনের। আর এখানেই শেষ নয়, এতদিন ধরে যে সংকল্প নিয়েছিলেন সন্তানের মুখ সামনে না আনার, তা অবশেষে ভাঙলেন।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে সোনম লিখেছেন, ‘হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা দেরীতে জানানোর জন্য দুঃখিত... আসলে আমি সেরে উঠতে একটু সময় নিচ্ছিলাম! এই সেরে ওঠা যদিও প্রিয়জনদের সঙ্গে কাটানো এক দুর্দান্ত ট্যুর থেকে। আমার সিন্ধি বংশকে ধন্যবাদ এত সুন্দর স্মৃতির জন্য। @anandahuja @ase_msb @rheakapoor @karanboolani @kashmab @mohit216 তোমাদের অনেক ভালোবাসি। তোমাকে মিস করছি @harshvarrdhankapoor…। এছাড়াও বিশেষ উল্লেখ @estellemanor @eieshabp @sharanpasricha এটা আমাদের দেখা অন্যতম সেরা হোটেল... এবং সবচেয়ে সুন্দর।’
আরও পড়ুন: বাংলায় ধামাল খাদানের! এবার দেবের ছবি মুম্বই, পুণে-সহ ৯ রাজ্যে, ১৪ দিনে মোট আয় কত
এই পোস্টেই দেখা গেল বায়ুকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে খুদে মা সোনমের কোলে শুয়ে রয়েছে। আরেকটি ভিডিয়োতে তাঁকে বাবার সঙ্গে গাড়ি চালাতেও দেখা গেল। এই প্রথম দম্পতি তাঁদের সন্তানকে আনলেন সামনে। এতদিন নো ফোটো পলিসি রেখেছিলেন অনিল-কন্যা। এমনকী, পাপারাৎজিদেরও নিষেধ করা ছিল, যাতে তাঁরা কোনো ছবি না তোলে খুদের।
আরও পড়ুন: নতুন বছরে টিআরপি-তে ধামাকা গৃহপ্রবেশের, ফুলকিকে হারিয়ে কে টপার? নম্বর বাড়ল পরিণীতার
নেটিজেনরা রীতিমতো উত্তেজিত বায়ুকে দেখে। একজন লিখলেন, ‘উফফফ ফাইনালি! কী সুন্দর বাচ্চাটা’। আরেকজন লেখেন, ‘সুপার কিউট! অনেক ভালোবাসা বায়ুকে’। তৃতীয়জন লিখলেন, ‘কোনো নাটকীয়তা ছাড়াই ছেলেকে সামনে আনলেন সোনম। মাঝে মাঝে এই কারণে মেয়েটাকে আমার এত্ত ভালো লাগে।’
আরও পড়ুন: ‘বোকাদের নিয়ে এলার্জি’, নিউ ইয়ারে ঘোষণা স্বস্তিকার! ২৫ বছর ধরে ঝুলে ডিভোর্স মামলা, প্রেম কি চান আর
২০১৮ সালের ৮ মে ঐতিহ্যবাহী আনন্দ কারাজ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম ও আনন্দ আহুজা। এরপর ২০২২ সালের মার্চ মাসে, এই দম্পতি ঘোষণা করেছিলেন যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ২০২২ সালের ২০ অগস্ট মুম্বইয়ে জন্ম হয় বায়ুর। বর্তমানে সে আড়াই বছরের।
বিয়ের পর থেকেই কাজ করার সংখ্যা কমিয়েছেন অনল-কন্যা। আপাতত সর্বক্ষণ ছেলের সঙ্গেই কাটান অভিনেত্রী। সোনমের স্বামী আনন্দ আহুজা পেশায় ব্যবসায়ী। মূলত লন্ডনেই থাকেন ব্যবসার খাতিরে। বিয়ের পর লন্ডনে শিফট করেছিলেন সোনমও। তবে ছেলে হওয়ার আগে মা-বাবার কাছে মুম্বই চলে আসেন। কাজের সূত্রে তাঁকে শেষ দেখা গিয়েছে ব্লাইন্ডে।