বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor on Vayu: 'আমি ভীষণ নার্ভাস', ছেলের জন্মের পর একা বিদেশে যেতে গিয়ে কী হল সোনমের

Sonam Kapoor on Vayu: 'আমি ভীষণ নার্ভাস', ছেলের জন্মের পর একা বিদেশে যেতে গিয়ে কী হল সোনমের

ছেলের জন্মের পর একা বিদেশে যেতে গিয়ে কেন নার্ভাস হলেন সোনম

Sonam Kapoor at Red Sea Film Festival: রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল হয়েছেন সোনম কাপুর। অভিনেত্রী জানান তিনি এই উৎসবে আসার আগে নার্ভাস ছিলেন। কিন্তু কেন?

জেড্ডার রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল হয়েছিলেন অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে তাঁকে এয়ারপোর্টের দিকে যেতে যেতে বলতে শোনা যায় যে তিনি অত্যন্ত নার্ভাস হয়ে আছেন তাঁর সদ্যোজাত সন্তান বায়ুকে একা রেখে এই অনুষ্ঠানে যাচ্ছেন বলে। ছেলের জন্মের পর এই প্রথমবার তিনি কোনও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিলেন।

সোনম বলেন, ' আমি ওকে ভীষণ মিস করব। একদিনের জন্যও ওকে একা ছেড়ে যেতে আমার খুব নার্ভাস লাগছে। যদিও ও আমার মা আর বোনের কাছে আছে বলে অতটা ভয় করছে না, তবুও। বায়ুকে ছেড়ে আমি ২০ ঘণ্টার জন্য বাইরে যাচ্ছি। আমি গোটা প্ল্যানটা এমন ভাবেই সাজিয়েছি যাতে ভোরবেলা বেরিয়ে আবার রাতে ফিরে আসতে পারি।'

এয়ারপোর্টে অভিনেত্রীকে ভীষণ মার্জিত এবং পরিষ্কার সাজে দেখা গেল। তিনি একটি বেইজ রঙের পোশাক পরেছিলেন। সঙ্গে ক্রিম রঙের একটি লম্বা ট্রেঞ্চ কোট এবং চোখে সানগ্লাসও ছিল তাঁর পরনে। এই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে চোপার্ড এর জন্য একদিন। সঙ্গে আমার সেরা টিম।'

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীকে একটি লাল রঙের পোশাকে দেখা গেল। সঙ্গে পরেছিলেন একটি হীরের নেকলেস। এরপর তাঁকে একটি গর্জিয়াস হলুদ রঙের পোশাকেও দেখা যায়।

সোনম কাপুর ছাড়াও এই অনুষ্ঠানে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান, সইফ আলি খান, প্রমুখ উপস্থিত ছিলেন। এই চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানকে বিশেষ সম্মান দেওয়া হয়, বিনোদন জগতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার জয় করেন তিনি।

অন্যদিকে চলতি বছরের অগস্ট মাসে সোনম কাপুর অবং আনন্দ আহুজার পুত্র সন্তানের জন্ম হয়। সেপ্টেম্বর মাসে তাঁরা ছেলের নামকরণ করেন। কিন্তু ছেলের জন্মের মাত্র তিনমাসের মধ্যে ওজন কমিয়ে সবাইকে তাক লাগান অভিনেত্রী। তাঁর স্বামী আনন্দ সেই বিষয় নিয়ে একটি পোস্টও করেছিলেন কিছুদিন আগে।

বন্ধ করুন