মাতৃত্বের প্রতিটা মুহূর্ত আপাতত চেটেপুটে উপভোগ করছেন সোনম কাপুর। অগস্টেই ছেলে বায়ুর জন্ম দিয়েছেন সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। খুদের নাম তাঁরা রেখেছেন বায়ু কাপুর আহুজা। আপাতত মা-বাবার সঙ্গে মুম্বইতেই রয়েছে সে। তবে মা তাঁর ছবি শেয়ার করলেও ঢেকে রেখেছে মুখ। এমনকী অভিনেত্রীর তরফে পাপারাৎজিজদের কাছেও অনুরোধ গিয়েছে যাতে তাঁরা বায়ুর ফোটো না তোলে। সম্প্রতি সোনমের কাছে জানতে চাওয়া হয় কবে তিনি বায়ুর ছবি আনবেন সকলের সামনে? সঙ্গে কবে ফের কাজে ফিরবেন তাও জানালেন।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম বললেন, ‘সত্যি বলতে এটা চমৎকার বিরতি। আমি অনেক ছোট থেকেই অভিনয় করছি। জলদি ফিরতে চাই। গর্ভবতী হওয়ার ঠিক আগে একটা সিনেমার কাজ করেছিলাম। যা এখন মুক্তি পাচ্ছে। সেটে ফেরার জন্য আমি অধীর হয়ে আছি, কারণ এটাই আমি করেছি গোটা প্রাপ্তবয়সটায়। সুজয় (সুজয় ঘোষ) আমার আসন্ন সিনেমার সৃজনশীল প্রযোজক। এটি একটি থ্রিলার ঘরনার ছবি।’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বায়ুর ছবি পোস্ট করার বিষয়ে কথা বলতে গিয়ে সোনম বলেন, ‘সে বড় না হওয়া পর্যন্ত আমি ভাবছি না (ছবি শেয়ার করার কথা)। আমি চাই ও নিজেই সিদ্ধান্ত নিক।’
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন আনন্দ আর সোনম মুম্বইতে। ২০২২ সালের মার্চ মাসে সামনে আনেন প্রেগন্যান্সির খবর। দম্পতি ঘোষণা করেন একসঙ্গে প্রথম সন্তানের আসার অপেক্ষা করছেন। এরপর ২০ অগস্ট মুম্বইয়ের হাসপাতালে ছেলের জন্ম দেন অভিনেত্রী। আরও পড়ুন: বিয়ে করলেন কোরিওগ্রাফার, ‘খতরো কে খিলাড়ি ১২’-র বিজেতা তুষার কালিয়া! পাত্রী কে?
সোনমকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দ্য জোয়া ফ্যাক্টরে। অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপের 'একে ভার্সেস একে'-তেও ক্যামিও করেন তিনি, যা ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এরপর তাকে দেখা যাবে শোম মাখিজা পরিচালিত আসন্ন ছবি ব্লাইন্ডে। ছবিতে পুরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি।
এই অ্যাকশন-থ্রিলারটি সিরিয়াল কিলারের সন্ধানে থাকা একজন অন্ধ পুলিশ অফিসারকে কেন্দ্র করে তৈরি। যা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের কোরিয়ান ক্রাইম থ্রিলারের অফিসিয়াল হিন্দি রিমেক।