বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা

Sonam Kapoor: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা

সোনম কাপুর এবং স্বামী আনন্দ আহুজা

সোনম কাপুর এবং তাঁর স্বামী ব্যবসায়ী-স্বামী আনন্দ আহুজা লন্ডনে একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছেন । আনন্দের বাবা, হরিশ আহুজা লন্ডনের নটিং হিলে তাঁদের জন্য একটি ২১ মিলিয়ন পাউন্ড (২৭ মিলিয়ন ডলারের) দামের বাড়ি কিনেছেন।

সোনম কাপুর এবং তাঁর স্বামী ব্যবসায়ী-স্বামী আনন্দ আহুজা লন্ডনে একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছেন । ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, আনন্দের বাবা, হরিশ আহুজা লন্ডনের নটিং হিলে তাঁদের জন্য একটি ২১ মিলিয়ন পাউন্ড (২৭ মিলিয়ন ডলারের) দামের বাড়ি কিনেছেন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এই বিলাসবহুল বাড়ির দাম ২৩১ কোটি টাকা। 

হরিশ আহুজা ভারতের পোশাক শিল্পের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। শশী এক্সপোর্ট নামের একটি কোম্পানির কর্ণধার তিনি, যা ভারতীয় গারমেট দুনিয়ার অন্য়তম প্রধান সংস্থা। ছেলে ও বউমার যে হরিশ বাড়িটি কিনেছেন তার চুক্তি, তা ওই বছরের সবচেয়ে বড় যুক্তরাজ্যের আবাসিক চুক্তিগুলির মধ্যে অন্যতম। জানিয়ে রাখি, হরিশ আহুজার মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ১৫ কোটি টাকা। অন্য়দিকে সোনম কাপুর মাত্র ১১৫ কোটির মালকিন। 

আরও পড়ুন: দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ! দেখে নিন বিস্তারিত

নতুন বাড়ি সম্পর্কে

যুক্তরাজ্যের একটি ফাইলিং অনুসারে, হরিশ আহুজা জুলাই মাসে আটতলা আবাসিক কনভেন্টটি কিনেছিলেন। এটিতে তাঁর ছেলে আনন্দ এবং পুত্রবধূ সোনম থাকবেন। পুনর্নির্মাণের পরই দম্পতি বাড়ি বদলাবেন। তবে পুরো বাড়ি জুড়ে কেবল তাঁরা একা থাকবেন না। এই বাড়ির একটি অংশ ফ্ল্যাটে আকারে ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে তাঁদের। মোট ২০,০০০ বর্গফুটের বেশি জায়গা জুড়ে এই বাড়িটি রয়েছে।

সোনমের বর্তমানের লন্ডনের বাড়ি সম্পর্কে

সোনম নটিং হিলে অবস্থিত লন্ডনে তাঁর বর্তমান বাড়ির নানা ঝলক মাঝে মাঝে শেয়ার করে থাকেন। ২০২১ সালে, তিনি আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারের সময় তাঁর এবং আনন্দের লন্ডনের বাড়ি এবং স্টুডিও সম্পর্কে কথা বলেছিলেন।

আরও পড়ুন: বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন

অভিনেত্রী, ২০২২ সালের অগস্টে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই সময় তিনি তা লন্ডনের বাড়ি নিয়ে বলেছিলেন, ‘এটা আমাদের জন্য একটা অভয়ারণ্য মতো। এই বাড়িটা আমাদের ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, লোক দেখানোর জন্য নয়। এই বাড়িটা খুব একটা বড় নয়, তবে আমাদের কাছে খুবই মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘আনন্দ এবং আমি খুব দু’জন মিলে সিদ্ধান্ত নিয়ে আমাদের বাড়ির নক্সা ঠিক করেছিলাম। আমি আমাদের দু'জনকেই এই জায়গায় বছরের পর বছর ধরে বেড়ে উঠতে দেখেছি। কিন্তু সেই অনুভূতি নিয়ে বিশদ কিছু বলার ভাষা আমার নেই, তবে এর অনেক স্তর আছে। এই বাড়িটা কেবল ৪ টে দেওয়াল আর শক্ত কাঠের মেঝে নয়, আমাদের মনে কথা খুলে বলার জায়গা। আমরা জীবনের সব মূল্যবান অনুভূতিগুলির সাক্ষী এই বাড়ি। অনেকটা ভালোবাসায় আমারা আমদের ঘরগুলিকে একসঙ্গে বেঁধে রেখেছি।'

সোনম দিল্লিতে তাঁর বিশাল পারিবারিক বাড়ি এবং মুম্বইতে তাঁর এবং আনন্দের গ্র্যান্ড অ্যাপার্টমেন্টের ছবিও মাঝে মাঝে শেয়ার করে থাকেন । কাজের সূত্রে সোনমকে শেষ দেখা গিয়েছিল ‘ব্লাইন্ড’ (২০২৩) ছবিতে।

বায়োস্কোপ খবর

Latest News

আমরা একটা পরিবার; ‘মিনি ডার্বির’ আগে বড় বার্তা মহামেডানের মেসির দেশের ফরওয়ার্ডের 'CTRL'-এর স্ক্রিনিংয়ে অনন্যার প্রিয়বন্ধু সুহানার চমক! পাশে দাদা আরিয়ান পুজোর পোশাকের সঙ্গে পারফেক্ট দুল খুঁজে হয়রান? জেনে নিন সাজগোজের কিছু সহজ টিপস পুজোয় কেবল আয়েশ আর ভুরিভোজের প্ল্যান? ২রাত্তির কাটিয়ে আসুন বেলুন জলবাড়ি থেকে সপ্তমীতে ছোঁড়া হয় ৫ রাউন্ড গুলি! মালদার এই দুর্গাপুজোয় বিশেষ কারণে এই রীতি Irani Cup-একটুর জন্য দ্বিশতরান হাতছাড়া ঈশ্বরণের! মুম্বইকে খেলায় ফেরালেন মুলানি! ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় নির্দেশ HC-র, দ্রুত শুনানি কি হবে? সতীদাহের সময়েও ঢাক বাজিয়ে উৎসব হতো, দুর্গোৎসব নিয়ে মন্তব্য বিশিষ্ট চিকিৎসকের বাঁশদ্রোণীকাণ্ডে গ্রেফতার পে লোডারের চালক, সঙ্গে মালিককেও গ্রেফতার করল পুলিশ পুজোয় এবার সাজবেন নাকি নিজের হাতে তৈরি গয়নায়? কিভাবে বানাবেন জানুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.