বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor's Weight Loss: ৩ মাসে নজর কাড়া পরিবর্তন! সোনমের রূপ দেখে কী বললেন আনন্দ?

Sonam Kapoor's Weight Loss: ৩ মাসে নজর কাড়া পরিবর্তন! সোনমের রূপ দেখে কী বললেন আনন্দ?

সোনমের বদল দেখে কী বললেন আনন্দ

Sonam Kapoor's Weight Loss: ছেলের জন্মের মাত্র তিন মাসের মধ্যে ওজন কমিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন সোনম। আনন্দ আহুজা কী লিখলেন স্ত্রীকে নিয়ে?

বিজনেসম্যান তথা স্বামী আনন্দ আহুজার সঙ্গে বুধবার দিল্লির একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন সোনম কাপুর। বিমানবন্দরের লুক থেকে দিল্লির ইভেন্টটিতে কী পরেছিলেন, কেমন সেজেছিলেন সব কিছুই ক্যামেরা বন্দি করেন অভিনেত্রী। চলতি বছরের অগাস্ট মাসে সোনম-আনন্দের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। আর তারপর মাত্র এই কয়েক মাসের মধ্যেই অভিনেত্রী নিজেকে আমূল পাল্টে ফেলেছেন। আর তাঁর এই বদল দেখে মুগ্ধ আনন্দ।

মুম্বাই বিমানবন্দরে সোনমের একটি ভিডিয়ো বানিয়ে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেন একজন পাপারাজ্জি। পরবর্তী সময় আনন্দ সেই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে লেখেন, 'তিন মাস!' এর সঙ্গে তিনি অবাক হওয়ার একটি ইমোজি, সঙ্গে বোম ফাটা এবং ভালোবাসার আরও দুটো ইমোজি পোস্ট করেন। পাপারাজ্জির পোস্ট করা ভিডিয়োতে সোনমকে একটি সবুজ রঙের মিনি স্কার্ট এবং টপের উপর কালো ব্লেজার পরে থাকতে দেখা যায়। তাঁর হাতে একটি কালো ব্যাগ ধরা ছিল। পায়ে পরেছিলেন এক জোড়া কালো জুতো। তিনি বিমানবন্দরের সামনে তাঁর গাড়ি থেকে নামেন এবং গেট দিয়ে ভিতরে ঢুকে যান।

আনন্দ তাঁর স্ত্রীর পোস্ট করা একটি ছবিও এদিন শেয়ার করেন। সোনম দিল্লির সেই ইভেন্টে কেমন সেজেছিলেন সেটা তাঁর এই পোস্টে ধরা পড়েছে। ছবিতে সোনমকে একটি বেইজ এবং কালো রঙের পোশাক পরে থাকতে দেখা যায়। সেই ছবি শেয়ার করে আনন্দ লেখেন, 'কী!' তাঁর এই পোস্টে সোনমের ভাই তথা অভিনেতা হর্ষবর্ধন কাপুর রিঅ্যাক্ট করেছেন।

আনন্দের শেয়ার করা স্টোরিজ
আনন্দের শেয়ার করা স্টোরিজ

শুধু আনন্দ নয়, সোনমের এই ছবি তাঁর বোন, রিয়া কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন, একই সঙ্গে তিনি সেটা পোস্টও করেছেন। আর সেই পোস্টে তিনি লেখেন, 'এটাকে ফিরে আসা বলো না।!' অনুষ্কা শর্মা এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন।

কিছু মাস আগেই সোনম-আনন্দের ছেলে বায়ুর জন্ম হয়েছে। তাঁরা বায়ুর জন্ম, সোনমের ডেলিভারি সহ সমস্ত খুঁটিনাটি বিষয় ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করে জানিয়েছিলেন। একই সঙ্গে ছেলের জন্মের পর তাঁদের কীভাবে রাত জাগতে হচ্ছে সেটাও জানিয়েছেন। সোনম একটি ভিডিয়ো পোস্ট করে দেখিয়েছিলেন তিনি কী কী করছেন যাতে তাঁর শরীরে স্ট্রেচমার্কস না পড়ে।

২১ মার্চ সোনম তাঁদের দুজনের একটি ছবি পোস্ট করে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি সেই পোস্টে লিখেছিলেন, 'চারটে হাত, দুটো হৃদয়। তোমাকে বড় করার জন্য সব থেকে ভালো আমরা যা যা করতে পারি করব।' তিনি আরও লেখেন সেই পোস্টে, 'আমরা তোমায় ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে ভরিয়ে তুলব। তোমায় স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।' ছেলের জন্মের এক মাস পর তাঁরা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার নাম প্রকাশ্যে আনেন।

বায়োস্কোপ খবর

Latest News

গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.